‘নীল লোহিত’ কার ছদ্মনাম?
A
সুনীল গঙ্গোপাধ্যায়
B
রাজ শেখর বসু
C
সমর সেন
D
সমরেশ মজুমদার
উত্তরের বিবরণ
‘নীল লোহিত’ হলো সুনীল গঙ্গোপাধ্যায়-এর ছদ্মনাম।
-
সুনীল গঙ্গোপাধ্যায় একজন প্রখ্যাত বাঙালি সাহিত্যিক।
-
তিনি প্রায়শই ‘নীল লোহিত’ ছদ্মনামে সাহিত্যকর্ম রচনা করেছেন।
-
তাঁর লেখা গল্প, উপন্যাস ও কবিতায় সামাজিক ও মানসিক বিষয়াবলী প্রতিফলিত হয়।
-
ছদ্মনাম ব্যবহার করে লেখক কখনও ব্যক্তিগত পরিচয় গোপন রাখতেন।
-
সাহিত্যসমাজে ‘নীল লোহিত’ নামটি সমালোচক ও পাঠকের কাছে পরিচিত।
-
এটি লেখকের বৈচিত্র্যময় সাহিত্যিক প্রকাশের প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়।
0
Updated: 11 hours ago
মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান কোন ছদ্মনামে লিখতেন?
Created: 1 month ago
A
মাজলিম মান্দেব
B
মজলুম আদিব
C
বাবুল মান্দেব
D
শান্তনু বাচ্চু
মুক্তিযুদ্ধকালে শামসুর রাহমান মজলুম আদিব ছদ্মনামে লিখতেন এবং তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট কবি ও সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেছিলেন।
-
শামসুর রাহমান:
-
জন্ম: ১৯২৯ সালে পুরান ঢাকার ৪৬ নম্বর মাহুতটুলীতে।
-
পৈত্রিক বাড়ি: ঢাকা জেলার রায়পুর থানার পাড়াতলী গ্রামে।
-
শৈশবে ডাক নাম: ‘বাচ্চু’।
-
মুক্তিযুদ্ধকালে লিখতেন ‘মজলুম আদিব’ ছদ্মনামে।
-
আঠারো বছর বয়সে প্রথম কবিতা লেখা শুরু করেন।
-
১৯৪৩ সালে প্রথম কবিতা উনিশশ উনপঞ্চাশ, নলিনী কিশোর গুহ সম্পাদিত সোনার বাংলা পত্রিকায় প্রকাশিত হয়।
-
দুটি বিখ্যাত কবিতা: “স্বাধীনতা তুমি” এবং “তুমি আসবে বলে হে স্বাধীনতা”।
-
তিনি লাভ করেছেন আদমজি পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক এবং স্বাধীনতা পুরস্কার।
-
মৃত্যু: ২০০৬ সালে ঢাকায়।
-
-
কবিতা সংকলন:
-
প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে
-
রৌদ্র করোটিতে
-
বিধ্বস্ত নীলিমা
-
বন্দী শিবির থেকে
-
বাংলাদেশ স্বপ্ন দ্যাখে
-
উদ্ভট উটের পিঠে চলছে স্বদেশ
-
এক ফোঁটা কেমন অনল
-
বুক তাঁর বাংলাদেশের হৃদয়
-
স্বপ্নে ও দুঃস্বপ্নে বেঁচে আছি
-
কৃষ্ণপক্ষে পূর্ণিমার দিকে
-
না বাস্তব না দুঃস্বপ্ন
-
0
Updated: 1 month ago
হরপ্রসাদ শাস্ত্রীর উপাধি কী?
Created: 1 month ago
A
পণ্ডিত
B
বিদ্যাসাগর
C
শাস্ত্রজ্ঞ
D
মহামহােপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী ছিলেন একজন বিশিষ্ট প্রাচ্যবিদ্যা বিশেষজ্ঞ এবং সংস্কৃত পণ্ডিত, যিনি বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি বিভিন্ন সম্মান ও উপাধি দ্বারা কৃতিত্বপূর্ণ সম্মানিত হয়েছেন।
-
উপাধি: হরপ্রসাদ শাস্ত্রীর সর্বাধিক পরিচিত উপাধি হলো মহামহোপাধ্যায়।
-
শিক্ষা ও পণ্ডিতত্ব: তিনি প্রাচ্যবিদ্যা বিশারদ এবং সংস্কৃতের পণ্ডিত ছিলেন।
-
সম্মাননা:
-
১৮৯৮ সালে ‘মহামহোপাধ্যায়’ উপাধি পান, যা ভারতের প্রথাগত সম্মান হিসেবে দেওয়া হয়েছিল।
-
১৯১১ সালে তিনি সি.আই.ই (Companion of the Order of the Indian Empire) উপাধি লাভ করেন।
-
১৯২১ সালে ইংল্যান্ডের রয়্যাল এশিয়াটিক সোসাইটির অনারারি মেম্বার নির্বাচিত হন।
-
১৯২৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনারারি ডি.লিট উপাধি লাভ করেন।
-
-
সাহিত্যকর্ম:
-
বেণের মেয়ে
-
বাল্মীকির জয়
-
মেঘদূত
-
প্রাচীন বাংলার গৌরব
-
0
Updated: 1 month ago
কোনটি 'কায়কোবাদ' এর উপাধি?
Created: 1 month ago
A
কবিকঙ্কন
B
কাব্যভূষণ
C
শান্তিপুরের কবি
D
কবিকন্ঠহার
কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার আগলা গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর প্রকৃত নাম মোহাম্মদ কাজেম আল কোরেশী, এবং ‘কায়কোবাদ’ তাঁর সাহিত্যিক ছদ্মনাম। বাঙালি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রথম সনেট ও মহাকাব্য রচয়িতা হিসেবে পরিচিত। মাত্র তেরো বছর বয়সে তাঁর প্রথম কাব্য ‘বিরহবিলাপ’ প্রকাশিত হয়। নিখিল ভারত সাহিত্য সংঘ তাঁকে কাব্যভূষণ, বিদ্যাভূষণ এবং সাহিত্যরত্ন উপাধিতে ভূষিত করেছে।
অন্যদিকে:
• কবিকন্ঠহার ছিল মধ্যযুগের কবি বিদ্যাপতির উপাধি।
• ‘শান্তিপুরের কবি’ হিসেবে পরিচিত মোজাম্মেল হক বঙ্গীয় সাহিত্য পরিষৎ কর্তৃক ‘কাব্যকণ্ঠ’ উপাধিতে ভূষিত হন।
• মুকুন্দরাম চক্রবর্তীর উপাধি ছিল ‘কবিকঙ্কন’।
0
Updated: 1 month ago