লোকসাহিত্য কাকে বলে?
A
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের সৃষ্ট রচনাকে
B
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
C
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
D
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
উত্তরের বিবরণ
লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত গান, ছড়া, গল্প ও উপাখ্যানের সমষ্টি।
এটি কোনো নির্দিষ্ট লেখকের নয়, বরং সাধারণ মানুষের জীবন, বিশ্বাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।
-
লোকসাহিত্য মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়।
-
এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, আনন্দ-বেদনা ও বিশ্বাস প্রতিফলিত হয়।
-
এর প্রধান শাখা হলো লোকগান, লোককাহিনি, লোকছড়া, প্রবাদ, ধাঁধা ইত্যাদি।
-
এটি জাতির ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় বহন করে।
-
লিখিত সাহিত্যের পূর্বে লোকসাহিত্যই ছিল মানুষের আবেগ ও চিন্তার প্রকাশমাধ্যম।
0
Updated: 11 hours ago
লোকসাহিত্য কাকে বলে?
Created: 16 hours ago
A
গ্রামের অশিক্ষিত ও অখ্যাত লোকদের সৃষ্ট রচনাকে
B
লোকের মুখে মুখে প্রচলিত কাহিনি, গান, ছড়া ইত্যাদিকে
C
লোক সাধারণের কল্যাণে দেবতার স্তুতিমূলক রচনাকে
D
গ্রামীণ নরনারীর প্রণয় সংবলিত উপাখ্যানকে
লোকসাহিত্য হলো লোকের মুখে মুখে প্রচলিত গান, ছড়া, গল্প ও উপাখ্যানের সমষ্টি।
এটি কোনো নির্দিষ্ট লেখকের নয়, বরং সাধারণ মানুষের জীবন, বিশ্বাস ও সংস্কৃতির বহিঃপ্রকাশ।
-
লোকসাহিত্য মৌখিকভাবে প্রজন্ম থেকে প্রজন্মে প্রচারিত হয়।
-
এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন, আনন্দ-বেদনা ও বিশ্বাস প্রতিফলিত হয়।
-
এর প্রধান শাখা হলো লোকগান, লোককাহিনি, লোকছড়া, প্রবাদ, ধাঁধা ইত্যাদি।
-
এটি জাতির ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় বহন করে।
-
লিখিত সাহিত্যের পূর্বে লোকসাহিত্যই ছিল মানুষের আবেগ ও চিন্তার প্রকাশমাধ্যম।
0
Updated: 16 hours ago
দেওয়ানা মদিনা' পালার অপর নাম কী?
Created: 1 month ago
A
বানিয়াচঙ্গের কাহিনী
B
মদিনার জীবন
C
আলাল-দুলালের পালা
D
সোনাফরের গল্প
দেওয়ানা মদিনা বাংলার লোকসাহিত্যের একটি উল্লেখযোগ্য পালাগীতি, যা মূলত বাংলাদেশের হবিগঞ্জ জেলার বানিয়াচঙ্গ অঞ্চলের দেওয়ান পরিবারের ইতিহাস ও প্রেমকাহিনি অবলম্বনে রচিত।
এই পালাটির লেখক হলেন মনসুর বয়াতি।
পালাটি বানিয়াচঙ্গের দেওয়ান পরিবারকে কেন্দ্র করে রচিত, যা বর্তমান হবিগঞ্জ জেলার অধীনে বাংলাদেশের বৃহত্তম গ্রাম।
পালার মূল বিষয়বস্তু হলো বানিয়াচঙ্গের দেওয়ান সোনাফরের দুই পুত্র আলাল ও দুলালের জীবনকাহিনি, এবং বিশেষভাবে দুলাল ও গৃহস্থকন্যা মদিনার প্রেমগাথা।
‘দেওয়ানা মদিনা’ পালাটির অপর নাম হলো ‘আলাল-দুলালের পালা’।
পালাটির প্রধান কয়েকটি চরিত্রের মধ্যে রয়েছে আলাল, দুলাল, মদিনা এবং সোনাফর।
0
Updated: 1 month ago
মৈমনসিংহ গীতিকা সম্পাদনা করেন কে?
Created: 2 months ago
A
ড. মুহম্মদ শহীদুল্লাহ
B
ড. সুকুমার সেন
C
ড. দীনেশচন্দ্র সেন
D
ড. মমতাজ উদ্দিন
মৈমনসিংহ গীতিকা
-
বৃহত্তর ময়মনসিংহ জেলার নেত্রকোণা ও কিশোরগঞ্জের নিম্নাঞ্চলের প্রচলিত গানসমূহ
-
সংগ্রহকারী: চন্দ্রকুমার দে, আগ্রহ: ড. দীনেশচন্দ্র সেন
-
প্রকাশ: কলকাতা বিশ্ববিদ্যালয়, ১৯২৩, সম্পাদনা: ড. দীনেশচন্দ্র সেন
-
বিশ্বের ২৩টি ভাষায় অনূদিত
মৈমনসিংহ অঞ্চলের জনপ্রিয় পালা:
-
মহুয়া
-
মলুয়া
-
চন্দ্রাবতী ও জয়চন্দ্র
-
কমলা
-
দেওয়ান ভাবনা
-
দস্যু কেনারাম
-
রূপবতী
-
কঙ্ক ও লীলা
-
কাজলরেখা
-
দেওয়ান মদিনা
0
Updated: 2 months ago