কোন বানানটি শুদ্ধ?
A
আদাক্ষর
B
আদায়র
C
আদ্যাক্ষর
D
আদ্যোক্ষর
উত্তরের বিবরণ
শুদ্ধ বানান হলো আদ্যাক্ষর।
-
‘আদ্যাক্ষর’ শব্দের অর্থ কোনো শব্দের প্রথম অক্ষর।
-
এটি ‘আদ্য’ (অর্থাৎ প্রথম) এবং ‘অক্ষর’ শব্দের সংযোগে গঠিত।
-
শব্দটি প্রায়ই নাম, কবিতা বা সংক্ষিপ্ত রূপ লেখায় ব্যবহৃত হয়।
-
অন্য বিকল্পগুলো—‘আদাক্ষর’, ‘আদায়র’, ‘আদ্যোক্ষর’—সবই বানানভ্রান্ত।
-
সঠিক বানান জানা থাকলে লেখার শুদ্ধতা ও অর্থের স্বচ্ছতা বজায় থাকে।
-
বাংলা বানানরীতি অনুযায়ী এখানে ‘আদ্য’ + ‘অক্ষর’ = ‘আদ্যাক্ষর’।
0
Updated: 11 hours ago
কোন বানানটি সঠিক?
Created: 1 month ago
A
মুসুর্ষু
B
মুমূর্ষু
C
মুমুর্সু
D
মুমুসর্ষ
ষত্ব বিধি অনুসারে ই - স্বর ও উ - স্বরের পর ইচ্ছা অর্থে সন প্রত্যয়ের স পরিবর্তিত হয়ে প্রত্যয়ান্ত শব্দে 'ষ' হয়। যেমন - মুমূর্ষু।
0
Updated: 1 month ago
নিচের কোন শব্দটি শুদ্ধ?
Created: 2 months ago
A
কৌতুহল
B
কৌতূহল
C
কাংখিত
D
শ্রদ্ধাঞ্জলী
কৌতুহল শব্দের শুদ্ধ রুপ কৌতূহল, কাংখিত শব্দের শুদ্ধরুপ কাঙ্ক্ষিত, শ্রদ্ধাঞ্চলী শব্দের শুদ্ধ রুপ শ্রদ্ধাঞ্জলি।
0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ বানান?
Created: 2 months ago
A
শাকোট
B
সকেট
C
শকট
D
সকট
সঠিক বানানের শব্দ হলো ‘শকট’। ‘শকট’ অর্থ গাড়ি।
0
Updated: 2 months ago