কোন বানানটি অশুদ্ধ?
A
উপচার্য
B
উপাধ্যক্ষ
C
উপাদান
D
উপার্জন
উত্তরের বিবরণ
অশুদ্ধ বানান হলো উপচার্য।
-
‘উপচার্য’ শব্দটি বানানভ্রান্ত।
-
সঠিক বানান হলো ‘উপাচার্য’।
-
‘উপাচার্য’ অর্থ একজন সহকারী অধ্যাপক বা অধ্যাপক পর্যায়ের শিক্ষক।
-
বাক্যে সঠিক বানান ব্যবহারে শিক্ষাগত ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিশ্চিত হয়।
-
অন্যান্য শব্দগুলো যেমন ‘উপাধ্যক্ষ’, ‘উপাদান’, ‘উপার্জন’ সঠিক বানান।
-
বানানভ্রান্তি এড়াতে নিয়মিত অভিধান ও সাহিত্যিক উৎস ব্যবহার গুরুত্বপূর্ণ।
0
Updated: 11 hours ago
কোন বানানটি শুদ্ধ?
Created: 2 months ago
A
অত্যাদিক
B
অত্বাধিক
C
অত্যধিক
D
অত্তাতিক
শব্দ: অত্যধিক
-
শুদ্ধ বানান: অত্যধিক
-
শব্দের ধরন: বিশেষণ
-
উৎস: সংস্কৃত
-
অর্থ: অত্যন্ত বেশি; প্রয়োজনের অতিরিক্ত
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
0
Updated: 2 months ago
নিচের কোন বানানটি শুদ্ধ?
Created: 3 days ago
A
নিশীথিনি
B
নিশীথীনি
C
নিশীথিনী
D
নিশিথীনী
“নিশীথিনী” শব্দটি গঠিত হয়েছে মূল শব্দ ও স্ত্রীবাচক প্রত্যয়ের সঠিক সংযোজনে। এখানে বানানটি শুদ্ধ কারণ এটি ব্যাকরণগত ও ধ্বনিগতভাবে সঠিক রূপ প্রকাশ করে।
• “নিশীথ” শব্দের অর্থ হলো রাত্রি বা গভীর রাত।
• এই শব্দের সঙ্গে স্ত্রীবাচক প্রত্যয় “ইনি” যুক্ত হলে নতুন শব্দ গঠিত হয়।
• যুক্তফল হয় “নিশীথিনী”, যার অর্থ “রাত্রিজা” বা “রাত্রির দেবী”।
• অন্য বিকল্পগুলিতে যেমন “নিশীথিনি”, “নিশীথীনি”, “নিশিথীনী”—সবগুলোতেই অযথা স্বর বা ব্যঞ্জনবর্ণের বিকৃতি ঘটেছে।
• বাংলা বানানের নিয়ম অনুযায়ী “নী” অংশে দীর্ঘ ঈ-কার থাকলেও মূল শব্দের স্বরবর্ণ পরিবর্তন করা যায় না।
তাই “নিশীথিনী”-ই একমাত্র শুদ্ধ বানান।
0
Updated: 3 days ago
নিচের কোন শব্দটি ‘ণ-ত্ব বিধান’ অনুযায়ী অশুদ্ধ বানান?
Created: 2 months ago
A
ত্রিনয়ন
B
গ্রন্থ
C
অঘ্রান
D
গভর্ণর
১. শুদ্ধ বানান উদাহরণ
-
অশুদ্ধ: গভর্ণর
-
শুদ্ধ: গভর্নর
২. ণ-ত্ব বিধান যেখানে প্রযোজ্য নয়
-
সমাসবদ্ধ শব্দে
-
সাধারণত ‘ণ’ ব্যবহার হয় না, ‘ন’ থাকে।
-
উদাহরণ: ত্রিনয়ন, সর্বনাম
-
-
ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন
-
কখনো ণ হয় না, ন থাকে।
-
উদাহরণ: অন্ত, গ্রন্থ
-
-
দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে
-
ণ ব্যবহার প্রয়োজন নেই।
-
উদাহরণ: গভর্নর, অঘ্রান
-
0
Updated: 2 months ago