ইরান-ইরাক যুদ্ধবিরতির তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কোন নামে পরিচিত ছিল?
A
UNIMOG
B
UNIIMOG
C
UNGOMAP
D
UNICEF
উত্তরের বিবরণ
১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধের অবসান ঘটানোর পর জাতিসংঘ যুদ্ধবিরতি তদারকির জন্য একটি বিশেষ মিশন গঠন করে, যার নাম ছিল UNIIMOG (United Nations Iran-Iraq Military Observer Group)। এটি ৯ আগস্ট ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৯১ সাল পর্যন্ত সক্রিয় ছিল। এর মূল দায়িত্ব ছিল যুদ্ধবিরতির বাস্তবায়ন পর্যবেক্ষণ, সৈন্য প্রত্যাহার নিশ্চিত করা এবং সীমান্ত এলাকায় শান্তি বজায় রাখা। মিশনের সদর দপ্তর ছিল বাগদাদ (ইরাক) ও তেহরান (ইরান)—দুই দেশেই পর্যবেক্ষণ দল নিয়োজিত ছিল।
0
Updated: 11 hours ago
১৯৮০-১৯৮৮ সালের মধ্যে শাত-ইল-আরব নিয়ে কোন যুদ্ধ সংঘটিত হয়?
Created: 1 month ago
A
উপসাগরীয় যুদ্ধ
B
ছয় দিনের যুদ্ধ
C
ইরাক–ইরান যুদ্ধ
D
আফগান যুদ্ধ
শাত-ইল-আরব (Shatt al-Arab)
• অবস্থান: পারস্য উপসাগরে
• এই জলপথের অধিকারকে কেন্দ্র করেই মূলত ইরাক-ইরান বিরোধ শুরু হয়
• বর্তমানে এটি ইরানের দখলে রয়েছে
• ১৯৮০–১৯৮৮ সাল পর্যন্ত শাত-ইল-আরবকে কেন্দ্র করে ইরাক-ইরান যুদ্ধ হয়
• পূর্বে, বিরোধ মীমাংসার জন্য ১৯৭৫ সালের ১৩ জুন আলজিয়ার্স চুক্তি স্বাক্ষরিত হয়
• চুক্তিতে স্বাক্ষরকারীরা ছিলেন: ইরানের পক্ষে রেজা শাহ পাহলভী এবং ইরাকের পক্ষে সাদ্দাম হোসেন
• চুক্তি স্বাক্ষরের পাঁচ বছরের মাথায় দেশ দুটি শাত-ইল-আরবকে কেন্দ্র করে যুদ্ধ শুরু করে
• চুক্তির বিষয়বস্তু ছিল: শাত-ইল-আরবসহ বিরোধপূর্ণ সীমানা নিয়ে মীমাংসা
সূত্র: Britannica
0
Updated: 1 month ago
ইরাক-ইরান যুদ্ধবিরতি তদারকীতে অংশগ্রহণকারী জাতিসংঘ বাহিনীর সংক্ষিপ্ত নাম কী?
Created: 5 months ago
A
UNIMOG
B
UNGOMAP
C
UNFICP
D
UNIIMOG
ইরান-ইরাক যুদ্ধ
-
ইরান-ইরাক যুদ্ধ শুরু হয় ২২ সেপ্টেম্বর, ১৯৮০ সালে।
-
এই যুদ্ধ চলে প্রায় আট বছর, শেষ হয় ২০ আগস্ট, ১৯৮৮ সালে।
-
যুদ্ধটি শেষ হয় জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির মাধ্যমে।
UNIIMOG
-
UNIIMOG-এর পূর্ণরূপ: United Nations Iran-Iraq Military Observer Group।
-
এটি ছিল জাতিসংঘ কর্তৃক গঠিত একটি সামরিক পর্যবেক্ষক দল, যার কাজ ছিল ইরান ও ইরাকের মধ্যে যুদ্ধবিরতির তদারকি করা।
-
১৯৮৮ সালে যুদ্ধ বন্ধের পর জাতিসংঘ এই মিশনটি শুরু করে।
বাংলাদেশের অংশগ্রহণ
-
বাংলাদেশ প্রথমবারের মতো ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে।
-
ওই বছর বাংলাদেশ দুটি শান্তিরক্ষা মিশনে অংশ নেয়—একটি ছিল ইরান-ইরাক মিশন (UNIIMOG), অন্যটি নামিবিয়া মিশন (UNTAG)।
-
UNIIMOG মিশনে বাংলাদেশ ১৫ সদস্যের একটি দল প্রেরণের মাধ্যমে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ শুরু করে।
উৎস: UN Peacekeeping ওয়েবসাইট
0
Updated: 5 months ago