মায়া সভ্যতাটি আবিষ্কৃত হয়-
A
উত্তর আমেরিকায়
B
দক্ষিণ আমেরিকায়
C
মধ্য আফ্রিকায়
D
মধ্য আমেরিকায়
উত্তরের বিবরণ
২৬০০ খ্রিস্টপূর্বাব্দে মধ্য আমেরিকার বর্তমান বেলিজে মায়া সভ্যতার প্রাচীনতম নিদর্শন আবিষ্কৃত হয়েছে। এই সভ্যতা বর্তমান মেক্সিকো, গুয়েতেমালা, হন্ডুরাস ও এল সালভাদরসহ প্রায় ১০০০ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল। এর বাইরেও মায়া শিল্প, স্থাপত্য ও সংস্কৃতির চিহ্ন বহু স্থানে পাওয়া গেছে।
0
Updated: 11 hours ago
প্রাচীন মিসরের রাজা তুতেনখামেনের সমাধি কত সালে আবিষ্কৃত হয়েছে?
Created: 1 month ago
A
১৯১৯ সালে
B
১৯২০ সালে
C
১৯২১ সালে
D
১৯২২ সালে
প্রাচীন মিসরের ইতিহাসে রাজা তুতেনখামেন এক অনন্য নাম, যিনি তাঁর অল্প বয়সের রাজত্ব ও রহস্যময় সমাধির জন্য আজও বিশ্বজুড়ে আলোচিত। মাত্র কিশোর বয়সে ফারাও হয়ে ওঠা এই তরুণ রাজা মিসরের রাজকীয় ঐতিহ্য ও মমি সংস্কৃতিকে নতুন মাত্রা দিয়েছিলেন।
-
জন্ম ও পরিবার: ইতিহাসবিদদের মতে তাঁর জন্ম ১৩৪১ খ্রিষ্টপূর্বে। তিনি ছিলেন প্রভাবশালী ফারাও তৃতীয় আমেনহোটেপের নাতি এবং আখেনাতেনের পুত্র।
-
রাজত্ব ও মৃত্যু: মাত্র ৯ বছর বয়সে তিনি ফারাও হন এবং প্রায় ১০ বছর রাজত্বের পর ১৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
-
মমি প্রথা: মৃত্যুর পর মিসরের ধর্মীয় রীতিনীতি অনুযায়ী তাঁকে মমি করে সমাধিস্থ করা হয়।
-
সমাধি অনুসন্ধান: প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ হাওয়ার্ড কার্টার রাজা তুতেনখামেনের সমাধি খুঁজতে নতুন করে অনুসন্ধান শুরু করেন।
-
অর্থায়ন: এই খননকার্যের আর্থিক সহায়তা প্রদান করেন ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভন।
-
আবিষ্কার: দীর্ঘ অনুসন্ধানের পর ১৯২২ সালের ৪ নভেম্বর ‘ভ্যালি অব কিংস’ এলাকায় রাজা ষষ্ঠ রামসেসের সমাধির প্রবেশদ্বারের কাছে পাথরের টুকরার নিচে চাপা থাকা তুতেনখামেনের সমাধি আবিষ্কৃত হয়।
0
Updated: 1 month ago
মায়া সভ্যতা কোন অঞ্চলে বিকাশ লাভ করেছিল?
Created: 1 month ago
A
দক্ষিণ এশিয়া
B
পূর্ব ইউরোপ
C
মধ্য আমেরিকা
D
আফ্রিকা
মায়া সভ্যতা (Maya Civilization)
• অবস্থান: আধুনিক মেক্সিকো ও মধ্য আমেরিকার দেশগুলো—গুয়েতমালা, বেলিজ, এল সালভাদর, হন্ডুরাস
• সময়কাল: প্রায় খ্রিস্টপূর্ব ১৮০০ অব্দ থেকে
• বৈশিষ্ট্য: জ্যোতির্বিজ্ঞান, গণিত, পিরামিড নির্মাণে দক্ষ
• প্রধান কেন্দ্র: চেচেন ইৎজা (Chichen Itza), ইয়াকাতান, মেক্সিকো
• সংস্কৃতি: উন্নত নগর পরিকল্পনা, কৃষি, লেখনী ও ধর্মীয় অনুষ্ঠান
সূত্র: Britannica, History.com
0
Updated: 1 month ago
মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান ছিল?
Created: 2 months ago
A
পূর্ব এশিয়া
B
মধ্য আমেরিকা
C
মধ্যপ্রাচ্য
D
পূর্ব আফ্রিকা
মায়া সভ্যতা
-
মায়া সভ্যতাকে প্রায়শই “রহস্যময় সভ্যতা” বলা হয়।
-
এটি মূলত মধ্য আমেরিকা অঞ্চলে অবস্থান করত।
-
বর্তমানের মেক্সিকো, বেলিজ, গুয়াতেমালা, এল সালভাদর এবং হন্ডুরাসের রেইনফরেস্টে মায়াদের বসতি ছিল।
-
খ্রিস্টপূর্ব প্রায় ১৫০০ সালের দিকে মায়ারা প্রথম গ্রামে বসতি স্থাপন করেছিল।
-
তাদের প্রধান শহরগুলো ছিল টিকাল, উয়াক্সাক্টুন, কোপান, বোনাম্পাক, ডস পিলাস, ক্যালাকমুল, প্যালেনকে এবং রিও বেক।
-
এই শহরগুলোর ধ্বংসাবশেষ, জটিল হায়ারোগ্লিফিক লেখা, এবং চিরায়ত রহস্য মায়া সভ্যতার ইতিহাসকে আরও আকর্ষণীয় করে তোলে।
-
প্রায় ৬০০ বছর ধরে মায়াদের সভ্যতা সমৃদ্ধি ও ঐশ্বর্য ধরে রেখেছিল।
উল্লেখযোগ্য: গুয়াতেমালার একটি পিরামিডের ধ্বংসাবশেষে মায়া সভ্যতার নিদর্শন পাওয়া গেছে।
উৎস: Britannica
0
Updated: 2 months ago