স্প্রেডশিট প্রোগ্রাম অসংখ্য ঘর বিশিষ্ট ছককে বলে-
A
স্প্রেডশিট
B
ওয়ার্কশিট
C
ক্যালকুলেশন
D
ওয়ার্ক স্প্রেডশিট
উত্তরের বিবরণ
মাইক্রোসফট এক্সেল হলো মাইক্রোসফট কর্পোরেশন এর তৈরি স্প্রেডশীট বিশ্লেষনী প্রোগ্রাম। মাইক্রোসফট এক্সেল ব্যবহার করে গানিতিক, পরিসাংখ্যানিক, লজিক সহ বিভিন্ন রকম হিসাব ব্যবহার করা যায়। এর সর্বশেষ ভার্সন হল এক্সেল ২০১৯ যা মাইক্রোসফট অফিস ২০১৯ এর সাথে বাজারে এসেছে। মাইক্রোসফট এক্সেলের ফাইলকে ওয়ার্কবুক বলা হয়। ফাইলের যে অংশে কাজ করা হয় তাকে কার্যক্ষেত্র (ওয়ার্কশীট) বলে। কতগুলো ওয়ার্কশীট নিয়ে এক একটা ওয়ার্কবুক বা বুক তৈরি হয়। প্রতিটি ওয়ার্কশীটে আবার ২৫৬টি কলাম এবং ৬৫৫৩৬ টি Row থাকে।
0
Updated: 12 hours ago