নিম্নে কোনটি থেকে বাংলা ভাষার জন্ম?
A
প্রাকৃত
B
কেন্তুম
C
দ্রাবিড়ীয়
D
সংস্কৃত
উত্তরের বিবরণ
• বাংলা ভাষা:
- বাঙালি জনগোষ্ঠী যে ভাষা দিয়ে তাদের মনের ভাব প্রকাশ করে তার নাম বাংলা ভাষা।
- বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য।
- ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের আদি ভাষা বহু বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষায় পরিণত হয়েছে।
• এই বিবর্তনে যেসব গুরুত্বপূর্ণ স্তর বাংলা ভাষাকে অতিক্রম করতে হয়েছে,
সেগুলো হলো:
- ইন্দো-ইউরোপীয় → ইন্দো-ইরানীয়→ ভারতীয় আর্য→ প্রাকৃত→ বাংলা।
- আনুমানিক এক হাজার বছর আগে পূর্ব ভারতীয় প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে।
- বাংলা ভাষার লিখিত রূপের প্রাচীনতম নিদর্শন 'চর্যাপদ'।

0
Updated: 2 months ago
কোন শব্দটি ফারসি ভাষা থেকে আগত?
Created: 2 months ago
A
আলামত
B
গোলাপ
C
সওগাত
D
চামেলি
• বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ফারসি ভাষা থেকে আগত শব্দ, গোলাপ।
অর্থ:
- ঘন পাপড়িযুক্ত সুগন্ধ ফুল।
অন্যদিকে,
- ”চামেলি” একটি বাংলা শব্দ।
- ”সওগাত” একটি তুর্কি শব্দ।
- ”আলামত” একটি আরবি শব্দ।

0
Updated: 2 months ago
ইন্দো-ইউরোপীয় ভাষা গোষ্ঠীর কোন শাখা থেকে বাংলা ভাষার উৎপত্তি?
Created: 3 weeks ago
A
হিওিক
B
কেন্তুম
C
কেন্দ্রম
D
শতম

0
Updated: 3 weeks ago
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি?
Created: 2 months ago
A
মধুমালতী
B
সিকান্দারনামা
C
শ্রীকৃষ্ণকীর্তন
D
বৈষ্ণব পদাবলী
বাংলা ভাষা ও সাহিত্যের মধ্যযুগের প্রথম নিদর্শন হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যকে গণ্য করা হয়। এই কাব্যটি রচনা করেছিলেন কবি বড়ু চণ্ডীদাস, এবং ধারণা করা হয় এটি ত্রয়োদশ শতাব্দীর শেষ ভাগ বা চতুর্দশ শতাব্দীর শুরুর দিকে লেখা হয়েছিল। শ্রীকৃষ্ণকীর্তন মূলত প্রেমকেন্দ্রিক একটি আখ্যান কাব্য, যেখানে শ্রীকৃষ্ণ ও রাধার প্রেমের কাহিনি বর্ণিত হয়েছে।

0
Updated: 2 months ago