বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে?
A
২০২০
B
২০২১
C
২০২২
D
২০২৩
উত্তরের বিবরণ
২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যা আইন-২০১৩ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারিকে জনশুমারি নামে অভিহিত করা হয়েছে। দশ বছরের ধারাবাহিকতায় পরবর্তী জনশুমারি ও গৃহগণনা-২০২১ সালে অনুষ্ঠিত হবে। (https://www.banglanews24.com/national/news/bd/714138.details)
0
Updated: 12 hours ago
দক্ষিণ এশিয়ার ১ম দেশ হিসেবে কোন দেশ 'UN Water Convention'-এ যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
ভারত
C
পাকিস্তান
D
শ্রীলংকা
UN Water Convention সম্পর্কিত তথ্যসমূহ:
-
পূর্ণ নাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes
-
গৃহীত: ১৯৯২ সালে
-
কার্যকর: ২০০০ সালে
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
-
২০ জুন, ২০২৫ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে অংশগ্রহণ করেছে।
-
এই চুক্তিতে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী পানি সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক জলনীতি সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করতে পারবে।
0
Updated: 1 month ago
বাংলাদেশ জেলের পরিবর্তিত নাম কী নির্ধারণ করা হয়েছে?
Created: 1 month ago
A
প্রিজন সার্ভিস বাংলাদেশ
B
রিহ্যাব সার্ভিস বাংলাদেশ
C
কারেকশন সার্ভিস বাংলাদেশ
D
কারেকশনাল জাস্টিস বাংলাদেশ
বাংলাদেশ সরকার বাংলাদেশ জেলের নাম পরিবর্তন করে ‘কারেকশন সার্ভিসেস বাংলাদেশ’ করার উদ্যোগ নিয়েছে।
-
উদ্দেশ্য: কারাগারকে সংশোধনমূলক প্রতিষ্ঠান হিসেবে রূপান্তরিত করা
-
আইনি প্রস্তুতি: আইনকানুন যুগোপযোগী করার জন্য ‘কারেকশন সার্ভিস অ্যাক্ট-২০২৫’ এর খসড়া চূড়ান্ত করা হয়েছে
-
সেবার মান উন্নয়ন: বন্দিদের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জে কেন্দ্রীয় কারা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে
অতিরিক্তভাবে বলা যায়, এই পদক্ষেপ কারাগারের পরিবেশ উন্নয়ন, বন্দিদের পুনর্বাসন ও মানবিক সেবার মান উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0
Updated: 1 month ago
ব্যাডেন পাওয়েল কত সালে স্কাউটিং আন্দোলনের শুরু করেন?
Created: 2 months ago
A
১৯০৫ সালে
B
১৯০৭ সালে
C
১৯১১ সালে
D
১৯২২ সালে
স্কাউট আন্দোলন (Scouting Movement / WOSM – World Organization of the Scout Movement):-
-
একটি বিশ্বব্যাপী যুব সংস্থা।
-
প্রতিষ্ঠা: ১৯০৭ সালে।
-
প্রতিষ্ঠাতা: রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন-পাওয়েল।
-
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য।
-
সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
বর্তমান সদস্য: ১৭৪টি দেশ।
-
লক্ষ্য: ছেলে-মেয়ে উভয়কেই সুনাগরিক হিসেবে গড়ে তোলা।
🔹 উৎপত্তি ও বিস্তার:
-
১৯০৭ সালে ব্যাডেন-পাওয়েল ২০ জন বালককে নিয়ে ব্রাউন সি দ্বীপে প্রথম পরীক্ষামূলক ক্যাম্প আয়োজনের মাধ্যমে স্কাউট আন্দোলনের সূচনা করেন।
-
১৯১৬ সালে ১১ বছরের নিচের শিশুদের জন্য কাব স্কাউট চালু করা হয়।
-
১৯১৮ সালে ১৮ বছরের ঊর্ধ্ব যুবকদের জন্য রোভার স্কাউটিং শুরু হয়।
-
১৯২০ সালে ইংল্যান্ডের অলিম্পিয়াতে প্রথম বিশ্ব স্কাউট জাম্বুরি অনুষ্ঠিত হয়।
-
১৯২২ সালে প্রতিষ্ঠিত হয় প্রথম বিশ্ব স্কাউট কমিটি।
উৎস: World Organization of the Scout Movement (WOSM) ওয়েবসাইট।
0
Updated: 2 months ago