বাংলাদেশের অস্ত্র কারখানা কোথায় অবস্থিত ?
A
ঢাকা
B
চট্রগ্রাম
C
নারায়ণগঞ্জ
D
গাজীপুর
উত্তরের বিবরণ
0
Updated: 12 hours ago
রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তি কোনটি?
Created: 2 months ago
A
CWC
B
ABM
C
NPT
D
CTBT
Chemical Weapons Convention (CWC)
পূর্ণরূপ: Chemical Weapons Convention
উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ
ধারা:
যে দেশগুলোর হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে, তাদেরকে এই অস্ত্র ধ্বংস করতে হবে
প্রকৃতি: বহুপাক্ষিক চুক্তি, জাতিসংঘের অনুমোদনে স্বাক্ষরিত
প্রাথমিক সম্মেলন:
তারিখ: ৩ সেপ্টেম্বর ১৯৯২
স্থান: জাতিসংঘের দপ্তরে (Conference on Disarmament)
উদ্দেশ্য: রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা
স্বাক্ষরের তারিখ: ১৩ জানুয়ারি, ১৯৯৩
কার্যকর হওয়ার তারিখ: ২৯ এপ্রিল, ১৯৯৭
স্বাক্ষরকারী দেশ: ১৯৩টি
ইসরায়েল স্বাক্ষর করেছে কিন্তু অনুমোদন করেনি
তথ্যসূত্র: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট
0
Updated: 2 months ago
APTA এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
Asia-Pacific Trade Association
B
Asia-Pacific Trade Agreement
C
Asian-Pacific Treaty Association
D
Asian-Pacific Trade Arrangement
APTA এর পূর্ণরূপ হলো Asia-Pacific Trade Agreement। এটি হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি, যা ১৯৭৫ সালে ব্যাঙ্কক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়। পরে ২০০৫ সালে এটি সংশোধন করে নতুন নামকরণ করা হয়।
APTA সদস্য দেশগুলো:
-
বাংলাদেশ
-
চীন
-
ভারত
-
লাওস
-
মঙ্গোলিয়া
-
কোরিয়া প্রজাতন্ত্র
-
শ্রীলঙ্কা
0
Updated: 1 month ago