বাংলাদেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র কোনটি?
A
বিয়ানীবাজার
B
তিতাস
C
সাঙ্গু
D
বাখরাবাদ
উত্তরের বিবরণ
- প্রাথমিক মজুদের পরিমাণের হিসাবে বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
- এটি হবিগঞ্জ জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
- উত্তোলনযোগ্য গ্যাসের মজুদের পরিমাণের হিসাবে দেশের বৃহত্তম গ্যাসক্ষেত্র - তিতাস।
- এটি ব্রাহ্মণবাড়ীয়া জেলায় অবস্থিত।
- দ্বিতীয় বৃহত্তম গ্যাসক্ষেত্র - বিবিয়ানা।
উৎস : বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০২১।
0
Updated: 12 hours ago