A
আকাশ
B
বৈশাখ
C
সঞ্চিতা
D
হিমালয়
উত্তরের বিবরণ
• কালনাম শ্রেণির নাম-বিশেষ্য- বৈশাখ।
--------------------------------------
• নাম-বিশেষ্য:
- ব্যক্তি, স্থান, দেশ, কাল, সৃষ্টি প্রভৃতির সুনির্দিষ্ট নামকে নাম-বিশেষ্য বলা হয়।
যেমন
• ব্যক্তিনাম: হাবিব, সজল, লতা, শম্পা।
• স্থাননাম: ঢাকা,বাংলাদেশ, হিমালয়, পদ্মা।
• কালনাম: সোমবার, বৈশাখ, জানুয়ারি, রমজান।
• সৃষ্টিনাম: গীতাঞ্জলি, সঞ্চিতা, ইত্তেফাক, অপরাজেয় বাংলা।
অন্যদিকে,
• স্থাননাম শ্রেণির নাম-বিশেষ্য - হিমালয়,
• সৃষ্টিনাম শ্রেণির নাম-বিশেষ্য - সঞ্চিতা।
• বস্তুবাচক -বিশেষ্য - আকাশ।

0
Updated: 4 weeks ago