বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতীক 'বলাকা’র নকশা কে করেন?
A
জয়নুল আবেদীন
B
কামরুল হাসান
C
মােস্তফা মনােয়ার
D
মুর্তজা বশীর
উত্তরের বিবরণ
- ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- তখন প্রতিষ্ঠানটির নাম ছিল অ্যারো বাংলা ইন্টারন্যাশনাল।
- পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নাম দেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
- বঙ্গবন্ধুর নির্দেশেই প্রখ্যাত শিল্পী কামরুল হাসান বিমানের লোগো বলাকার ডিজাইন করেন।
উৎস: www.ekushey-tv.com/
0
Updated: 12 hours ago