'ডিজিটাল বাংলাদেশ দিবস' কত তারিখে পালিত হয়?
A
১ নভেম্বর
B
১৫ নভেম্বর
C
১০ ডিসেম্বর
D
১২ ডিসেম্বর
উত্তরের বিবরণ
বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশ দিবস পালিত হয় দেশের তথ্যপ্রযুক্তি খাতে অগ্রগতির স্বীকৃতি হিসেবে।
• এই দিবসটি ১২ ডিসেম্বর পালিত হয়।
• দিবসটির মূল উদ্দেশ্য হলো ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, ই-গভর্ন্যান্স ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা সরবরাহে স্বচ্ছতা ও সহজতা নিশ্চিত করা।
• সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠান এই দিনে প্রযুক্তি প্রদর্শনী, কর্মশালা ও সেমিনারের আয়োজন করে থাকে।
• এটি দেশের তরুণ প্রজন্মকে ডিজিটাল দক্ষতা অর্জনে উৎসাহিত করার একটি মাধ্যম।
সুতরাং, ডিজিটাল বাংলাদেশ দিবসের নির্দিষ্ট তারিখ হলো ১২ ডিসেম্বর।
0
Updated: 12 hours ago
দক্ষিণ এশিয়ার ১ম দেশ হিসেবে কোন দেশ 'UN Water Convention'-এ যুক্ত হয়েছে?
Created: 1 month ago
A
বাংলাদেশ
B
ভারত
C
পাকিস্তান
D
শ্রীলংকা
UN Water Convention সম্পর্কিত তথ্যসমূহ:
-
পূর্ণ নাম: Convention on the Protection and Use of Transboundary Watercourses and International Lakes
-
গৃহীত: ১৯৯২ সালে
-
কার্যকর: ২০০০ সালে
মূল উদ্দেশ্য:
-
সীমান্তবর্তী নদী ও হ্রদের যৌথ ব্যবস্থাপনা
-
পানির ন্যায্য ও টেকসই ব্যবহার নিশ্চিত করা
-
জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট পানি সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি
বাংলাদেশের অংশগ্রহণ:
-
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে জাতিসংঘ পানি কনভেনশনে যুক্ত হয়েছে বাংলাদেশ।
-
২০ জুন, ২০২৫ বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে UN Water Convention-এ যোগ দিয়েছে।
-
এর মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের ৫৬তম দেশ হিসেবে এ চুক্তিতে অংশগ্রহণ করেছে।
-
এই চুক্তিতে যোগদানের মাধ্যমে বাংলাদেশ সীমান্তবর্তী পানি সম্পদ ব্যবস্থাপনা ও আন্তর্জাতিক জলনীতি সংক্রান্ত সহযোগিতা শক্তিশালী করতে পারবে।
0
Updated: 1 month ago
বৈশ্বিক ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত? [সেপ্টেম্বর, ২০২৫]
Created: 1 month ago
A
৫৮তম
B
৬৮তম
C
৭৮তম
D
৮৮তম
২০২৪ সালে বিশ্বের বিভিন্ন বন্দরের কনটেইনার পরিবহনের ভিত্তিতে লন্ডনভিত্তিক শিপিং-সংবাদমাধ্যম লয়েডস লিস্ট ‘ওয়ান হানড্রেড পোর্টস ২০২৫’ তালিকা প্রকাশ করেছে।
-
চট্টগ্রাম বন্দরের অবস্থান: নতুনভাবে ৬৮তম; ২০২৪ সালে ৩২ লাখ ৭৫ হাজার একক কনটেইনার পরিবহন করেছে
-
গত বছরের অবস্থান: ৬৭তম
-
শীর্ষ তালিকায় মোট কনটেইনার: ১০০টি বন্দরে ৭৪ কোটি ৩৬ লাখ একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে
-
শীর্ষে বন্দর: চীনের সাংহাই বন্দর, ৫ কোটি ১৫ লাখ একক কনটেইনার পরিবহন
-
দ্বিতীয় স্থানে: সিঙ্গাপুর বন্দর, ৪ কোটি ১১ লাখ একক কনটেইনার
-
শেষে (১০০তম স্থানে): চিলির সান অন্তোনিও বন্দর, ১৮ লাখ একক কনটেইনার
অতিরিক্তভাবে বলা যায়, এই তালিকা বিশ্বের প্রধান বন্দরগুলোর কার্যক্ষমতা এবং কনটেইনার ট্রাফিকের তুলনামূলক বিশ্লেষণ প্রদর্শন করে, যা আন্তর্জাতিক বাণিজ্য ও সরবরাহ শৃঙ্খলের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশক।
0
Updated: 1 month ago
বাংলাদেশের পরবর্তী আদমশুমারি কত সালে অনুষ্ঠিত হবে?
Created: 12 hours ago
A
২০২০
B
২০২১
C
২০২২
D
২০২৩
২০১৩ সালে জাতীয় সংসদে পরিসংখ্যা আইন-২০১৩ পাস হয় এবং এ আইন অনুসারে আদমশুমারিকে জনশুমারি নামে অভিহিত করা হয়েছে। দশ বছরের ধারাবাহিকতায় পরবর্তী জনশুমারি ও গৃহগণনা-২০২১ সালে অনুষ্ঠিত হবে। (https://www.banglanews24.com/national/news/bd/714138.details)
0
Updated: 12 hours ago