১ বর্গমাইলের সমান কত একর?
A
৬০৪
B
৬২০
C
৬৪০
D
কোনটিই নয়
উত্তরের বিবরণ
প্রশ্নঃ ১ বর্গমাইলের সমান কত একর?
সমাধানঃ
১ বর্গমাইল = ১ মাইল × ১ মাইল
১ মাইল = ৫,২৮০ ফুট
অতএব, ১ বর্গমাইল = (৫,২৮০ × ৫,২৮০) বর্গফুট
১ একর = ৪৩,৫৬০ বর্গফুট
সুতরাং,
১ বর্গমাইল = ২৭,৮৭৮,৪০০ বর্গফুট ÷ ৪৩,৫৬০ বর্গফুট
= ৬৪০ একর
উত্তরঃ গ) ৬৪০
0
Updated: 14 hours ago
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২৪ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
Created: 2 months ago
A
৪৮ মিটার
B
৬৪ মিটার
C
৭২ মিটার
D
৮৪ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২৪ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩২৪ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩২৪ = ১৮ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (১৮ × ৪) মিটার
= ৭২ মিটার
0
Updated: 2 months ago
১০০ গ্যালনে কত লিটার?
Created: 2 weeks ago
A
৪০০ লি.
B
৪২০ লি.
C
৪৫০ লি.
D
৪৫৫ লি.
১ গ্যালনে ৪.৫৫ লিটার
∴ ১০০ ” (৪.৫৫×১০০)লিটার
=৪৫৫ লিটার
0
Updated: 2 weeks ago
একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত?
Created: 1 month ago
A
৩৪ ফুট
B
৩২ ফুট
C
২৮ ফুট
D
৩৬ ফুট
প্রশ্ন: একটি দালানের উচ্চতা ৩০ ফুট। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ১৬ ফুট দূরে রাখা আছে। উপরে মই বাড়িটির ছাদ স্পর্শ করে আছে। মইটির দৈর্ঘ্য কত?
সমাধান:
পিথাগোরাসের সূত্র থেকে পাই,
মইয়ের দৈর্ঘ্য = √(৩০২ + ১৬২)
= √(৯০০ + ২৫৬)
= √১১৫৬
= ৩৪ ফুট
∴ মইয়ের দৈর্ঘ্য = ৩৪ ফুট ।
0
Updated: 1 month ago