কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি?
A
জগদীশপুর
B
কামারপুর
C
গোপালপুর
D
দরিরামপুর
উত্তরের বিবরণ
কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত স্থান হলো দরিরামপুর।
এটি তার শৈশবকাল কাটানো এবং স্মৃতিস্মরূপ স্থান হিসেবে পরিচিত।
-
দরিরামপুরে তার শৈশব জীবনের আনন্দ ও কষ্টের স্মৃতি মিশে আছে।
-
এই স্থান তার সাহিত্যিক অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত।
-
অন্যান্য বিকল্প যেমন জগদীশপুর, কামারপুর বা গোপালপুর—নজরুলের শৈশবের সঙ্গে সম্পর্কিত নয়।
-
দরিরামপুরের স্মৃতি তার কবিতা ও গীতিতে প্রতিফলিত হয়েছে।
-
তাই সঠিক উত্তর হলো দরিরামপুর।
0
Updated: 14 hours ago
'ধূমকেতু' কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
Created: 1 month ago
A
বিষের বাঁশি
B
অগ্নিবীণা
C
সাম্যবাদী
D
জিঞ্জির
‘ধূমকেতু’ কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ ‘অগ্নিবীণা’-এর অন্তর্গত।
-
অগ্নিবীণা হলো নজরুলের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
-
তিনি এটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ-কে উৎসর্গ করেন।
-
কাব্যগ্রন্থের প্রথম কবিতা হলো ‘প্রলয়োল্লাস’।
-
সবচেয়ে জনপ্রিয় কবিতা হলো ‘বিদ্রোহী’, যার জন্য নজরুলকে ‘বিদ্রোহী কবি’ হিসেবে খ্যাতি লাভ করে।
-
অগ্নিবীণা কাব্যের মোট ১২টি কবিতা:
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ার
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
-
উৎস:
0
Updated: 1 month ago
'প্রলয়োল্লাস' কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত?
Created: 2 months ago
A
ভাঙার গান
B
দোলনচাঁপা
C
সাম্যবাদী
D
অগ্নিবীণা
অগ্নিবীণা (কাজী নজরুল ইসলাম)
-
প্রকাশ: কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ
-
বিশেষত্ব:
-
কাব্যের জনপ্রিয় কবিতা ‘বিদ্রোহী’
-
‘বিদ্রোহী’ কবিতার জন্য নজরুল হন বিদ্রোহী কবি নামে পরিচিত
-
-
প্রথম কবিতা: প্রলয়োল্লাস
-
উৎসর্গ: বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষ
-
মোট কবিতা: ১২টি
কবিতার তালিকা
-
প্রলয়োল্লাস
-
বিদ্রোহী
-
রক্তাম্বর-ধারিণী মা
-
আগমণী
-
ধূমকেতু
-
কামাল পাশা
-
আনোয়ারা
-
রণভেরী
-
শাত-ইল-আরব
-
খেয়াপারের তরণী
-
কোরবানী
-
মহররম
0
Updated: 2 months ago
কাজী নজরুল ইসলাম তাঁর রচিত কোন কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন?
Created: 2 months ago
A
সাম্যবাদী
B
অগ্নিবীণা
C
ছায়ানট
D
সর্বহারা
• 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ:
- 'অগ্নিবীণা' কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ।
- এই কাব্যের জনপ্রিয় কবিতা 'বিদ্রোহী'। 'বিদ্রোহী' কবিতার জন্যই মূলত তিনি 'বিদ্রোহী কবি' হিসাবে পরিচিত হন।
- কাজী নজরুল ইসলামের 'অগ্নিবীণা' কাব্যের প্রথম কবিতা- প্রলয়োল্লাস।
- 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থটি বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে উৎসর্গ করেন।
অগ্নিবীণা কাব্যে মোট ১২টি কবিতা রয়েছে। কবিতাগুলো হলো-
- প্রলয়োল্লাস,
- বিদ্রোহী,
- রক্তাম্বর-ধারিণী মা,
- আগমণী,
- ধূমকেতু,
- কামাল পাশা,
- আনোয়ার,
- রণভেরী,
- শাত-ইল-আরব,
- খেয়াপারের তরণী,
- কোরবানী,
- মহররম।
উৎস: বাংলা ভাষা সাহিত্য জিজ্ঞাসা এবং 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থ।
0
Updated: 2 months ago