রুবেল, রবি ও সাব্বির মােট ১১০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করল। রুবেল ও রবি সমান মূলধন দিলেও সাব্বির তাদের প্রত্যেকের চেয়ে ১০০০ টাকা কম বিনিয়ােগ করে। ব্যবসায়ে মােট ১২১০ টাকা মুনাফা হলে সাব্বির কত টাকা পাবে?
A
৩০০
B
৩৩০
C
৪০০
D
৪৪
উত্তরের বিবরণ
মনেকরি,
রুবেলের মূলধন = রবির মূলধন = ক টাকা
সাব্বিরের মূলধন = ক -১০০০ টাকা
প্রশ্নমতে,
ক + ক + ক - ১০০০ = ১১০০০
বা, ৩ক = ১১০০০ + ১০০০
বা, ৩ক = ১২০০০
বা, ক = ১২০০০/ ৩
∴ক = ৪০০০
সাব্বিরের মূলধন = ৪০০০ -১০০০ টাকা
= ৩০০০ টাকা
রুবেল : রবি : সাব্বির = ৪০০০ : ৪০০০ : ৩০০০
= ৪ : ৪ : ৩
তিনজনের অনুপাতের যোগফল = ৪ + ৪ + ৩
= ১১
সাব্বির মুনাফা পাবে = (১২১০ × ৩)/১১
=১১০ × ৩
= ৩৩০ টাকা
0
Updated: 15 hours ago
A sum of Tk. 20,000 yields a compound interest of Tk. 4200 when invested at 10% per annum. What is the investment period in years?
Created: 1 month ago
A
2 years
B
3 years
C
3.5 years
D
4 years
দেওয়া আছে,
আসল, P = 20000 টাকা
সুদের হার, r = 10% বার্ষিক
চক্রবৃদ্ধি সুদ, CI = 4200 টাকা
আমরা জানি,
চক্রবৃদ্ধি মূল, A = P + CI
= 20000 + 4200 = 24200 টাকা
চক্রবৃদ্ধি মূলের সূত্র ব্যবহার করে পাই,
A = P × (1 + r/100)n
⇒ 24200 = 20000 × (1 + 10/100)n
⇒ 24200 = 20000 × (110/100)n
⇒ (110/100)n = 24200/20000
⇒ (1.10)n = 1.21
⇒ (1.10)n = (1.10)2
∴ n = 2
∴ বিনিয়োগের সময়কাল 2 বছর।
0
Updated: 1 month ago
At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Created: 1 month ago
A
20%
B
10%
C
9%
D
12%
Question: At what rate of compound interest per annum will a sum of Tk. 4000 becomes Tk. 4840 in 2 years?
Solution:
Principal, P = Tk. 4000
Compound Amount, C = Tk. 4840
Time, n = 2 years
Rate, r = ?
We know,
C = P × (1 + r/100)n
⇒ 4840 = 4000 × (1 + r/100)2
⇒ (1 + r/100)2 = 4840/4000
⇒ (1 + r/100)2 = 484/400
⇒ 1 + r/100 = 22/20 [উভয়পাশে বর্গমূল করে]
⇒ r/100 = (11/10) - 1
⇒ r/100 = (11 - 10)/10
⇒ r/100 = 1/10
⇒ r = (1 × 100)/10
∴ r = 10
∴ Interest Rate = 10%
0
Updated: 1 month ago
A sum of money amounts to Tk. 1800 in 5 years and Tk. 2400 in 8 years at simple interest. Find the annual rate of interest.
Created: 1 month ago
A
10%
B
15%
C
20%
D
25%
দেওয়া আছে,
5 বছরের সুদ-আসল = 1800 টাকা
8 বছরের সুদ-আসল = 2400 টাকা
——————————————————
∴ 3 বছরের সুদ = (2400 - 1800) = 600 টাকা
∴ 1 বছরের সুদ = 600/3 = 200 টাকা
এখন,
আসল = 5 বছরের সুদ-আসল - 5 বছরের সুদ
⇒ আসল = 1800 - (5 × 200)
⇒ আসল = 1800 - 1000
⇒ আসল = 800 টাকা
এখানে,
মোট সুদ (I) = 1000 টাকা
আসল (P) = 800 টাকা
সময় (n) = 5 বছর
আমরা জানি, সুদের হার, r = (I × 100)/(P × n)
⇒ r = (1000 × 100)/(800 × 5)
⇒ r = 100000/4000
⇒ r = 25
অতএব, বার্ষিক সুদের হার 25%।
0
Updated: 1 month ago