৩টি ঘােড়ার দাম ৫টি গরুর দামের সমান এবং ৩টি গরুর দাম ৫টি গাধার দামের সমান। ১৫টি ঘােড়ার দাম মােট ৯০০০ টাকা হলে ১০টি ঘােড়া, ১০টি গরু ও ১০টি গাধার দাম একত্রে কত?
A
ক) ৯৬০০ টাকা
B
১০০৪০ টাকা
C
১১০৪০ টাকা
D
১১৭৬০ টাকা
উত্তরের বিবরণ
১৫ টি ঘোড়ার দাম = ৯০০০ টাকা
১ টি ঘোড়ার দাম = ৯০০০/১৫ টাকা
= ৬০০ টাকা
যেহেতু
৫ টি গরুর দাম = ৩ টি ঘোড়ার দাম
= ৬০০×৩ টাকা
= ১৮০০ টাকা
১ টি গরুর দাম = ১৮০০/৫
= ৩৬০ টাকা
আবার,
৫টি গাধার দাম = ৩টি গরুর দাম
= ৩×৩৬০ টাকা
১টি গাধার দাম = {(৩×৩৬০)/৫}টাকা
= ২১৬ টাকা
১০ টি ঘোড়া, ১০টি গরু ও ১০টি গাধার মোট দাম ={( ১০×৬০০) + (১০×৩৬০) + (১০×২১৬)} টাকা
= (৬০০০ + ৩৬০০ + ২১৬০) টাকা
= ১১৭৬০ টাকা
0
Updated: 15 hours ago
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ২ সে.মি. এবং উচ্চতা x সে.মি. হলে, x এর মান কোনটি?
Created: 1 month ago
A
√2
B
√3
C
২
D
৩
আমরা জানি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) × (বাহু)২
= (√৩/৪) × (২)২ = √৩ আমরা জানি, ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা = (১/২) × ২ × x = xপ্রশ্নমতে, x = √৩
0
Updated: 1 month ago
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২৪ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
Created: 2 months ago
A
৪৮ মিটার
B
৬৪ মিটার
C
৭২ মিটার
D
৮৪ মিটার
প্রশ্ন: একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৩২৪ বর্গমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমা কত?
সমাধান:
দেওয়া আছে,
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = ৩২৪ বর্গমিটার
∴ বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য = √৩২৪ = ১৮ মিটার
আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ × এক বাহুর দৈর্ঘ্য
= (১৮ × ৪) মিটার
= ৭২ মিটার
0
Updated: 2 months ago
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয় তবে ক্ষেত্রফল হবে -
Created: 5 months ago
A
(√৩a2)/৪
B
(√৩a2)/2
C
৩/(২a2)
D
√১/(২a2)
প্রশ্ন: সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি 'a' হয়, তবে ক্ষেত্রফল হবে -
সমাধান:
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3a2/4
0
Updated: 5 months ago