‘সন্ন্যাসী’ এর বিপরীত শব্দ কোনটি?
A
কোনোটিই নয়
B
সন্ন্যাস
C
গৃহী
D
গৃহি
উত্তরের বিবরণ
‘সন্ন্যাসী’ শব্দের বিপরীত হলো গৃহী।
সন্ন্যাসী বলতে বোঝায় সংসারত্যাগী বা ঋণাত্মক জীবনের দিকে মনোনিবেশকারী ব্যক্তি।
-
গৃহী শব্দটি সংসার পরিপূর্ণ ও দায়িত্বশীল ব্যক্তিকে নির্দেশ করে।
-
সন্ন্যাসীর জীবনশৈলী বৈরী ও বিচ্ছিন্ন, যেখানে গৃহীর জীবন সংসারভিত্তিক ও নিয়মিত।
-
অন্যান্য বিকল্প যেমন সন্ন্যাস বা কোনোটিই নয়—বিপরীতার্থক নয়।
-
বিপরীতার্থক শব্দ প্রায়শই সন্ন্যাসী ও গৃহীকে তুলনামূলক অর্থে বোঝায়।
-
তাই সঠিক উত্তর হলো গৃহী।
0
Updated: 15 hours ago
‘প্রসারণ’ এর বিপরীত শব্দ-
Created: 3 months ago
A
সম্প্রসারণ
B
বিবর্ধন
C
আকুঞ্চন
D
আকর্ণন
প্রসারণ মানে হলো — বড় হওয়া, বিস্তৃত হওয়া বা ছড়িয়ে পড়া।
এই শব্দের বিপরীত অর্থ হবে — সংকোচন বা ছোট হয়ে যাওয়া।
এখন অপশনগুলোর দিকে তাকাই:
ক) সম্প্রসারণ — অর্থ আরও বিস্তৃতি (প্রসারণের সমার্থক)
খ) বিবর্ধন — বৃদ্ধি পাওয়া (এটাও সমার্থক)
গ) আকুঞ্চন — সংকোচন, ছোট হওয়া (এটাই বিপরীত)
ঘ) আকর্ণন — কান পর্যন্ত টানা (অপ্রাসঙ্গিক)
✅ সঠিক উত্তর: গ) আকুঞ্চন
0
Updated: 3 months ago
তাপ শব্দের বিপরীতার্থক শব্দ-
Created: 3 months ago
A
শৈত্য
B
শীতল
C
উত্তাপ
D
হিম
0
Updated: 3 months ago
'উপচয়' এর বিপরীত শব্দ কোনটি?
Created: 2 months ago
A
অমৃত
B
ভাটি
C
খাতক
D
অপচয়
গুরুত্বপূর্ণ বিপরীত শব্দ
-
উপচয় ↔ অপচয়
-
বিধি ↔ নিষেধ
-
সৌম্য ↔ করাল
-
ভীরু ↔ নির্ভীক
-
মহাজান ↔ খাতক
-
ভাটি ↔ উজান
-
বিষ ↔ অমৃত
-
সিক্ত ↔ শুষ্ক
0
Updated: 2 months ago