নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়?
A
বেতার
B
হাতেখড়ি
C
মেনিমুখো
D
বিভ্রাপচোখী
উত্তরের বিবরণ
উত্তর হলো ‘বেতার’।
এটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়, বরং তৎসম সমাস।
-
মধ্যপদলোপী বহুব্রীহি সমাসে মধ্যবর্তী পদটি লোপ পায় এবং শেষে নতুন অর্থ সৃষ্টি হয়।
-
‘হাতেখড়ি’, ‘মেনিমুখো’ ও ‘বিভ্রাপচোখী’—এসব মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
-
‘বেতার’ শব্দটি তৎসম সমাস থেকে নেওয়া, এবং এর অর্থ বা গঠন সরাসরি পরিবর্তিত হয়নি।
-
সুতরাং, বাক্যগত ও ব্যাকরণগত দিক থেকে বেতার মধ্যপদলোপী বহুব্রীহি নয়।
0
Updated: 15 hours ago
'বিড়ালচোখী' কোন সমাসের উদাহরণ?
Created: 5 months ago
A
মধ্যপদলোপী বহুব্রীহি
B
সমানাধিকরণ বহুব্রীহি
C
মধ্যপদলোপী কর্মধারয়
D
অলুক বহুব্রীহি
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
যখন বহুব্রীহি সমাসে ব্যাখ্যাকারী বাক্যাংশের কোনো একটি অংশ (মধ্যবর্তী পদ) সমস্তপদে প্রকাশ পায় না বা লুপ্ত থাকে, তখন তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলা হয়।
উদাহরণ:
-
যার চোখ বিড়ালের চোখের মতো = বিড়ালচোখী
-
যে অনুষ্ঠানে হাতে খড়ি দেওয়া হয় = হাতেখড়ি
এই ধরণের আরও উদাহরণ: গায়ে হলুদ, মেনিমুখো ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
0
Updated: 5 months ago