A
অসমীকরণ
B
অপিনিহিতি
C
অভিশ্রুতি
D
সমীভবন
উত্তরের বিবরণ
অসমীকরণ:
একই ধ্বনির পুনরাবৃত্তি ভাঙতে মাঝে স্বরধ্বনি যোগ।
যেমন: ধপাধপ, টপাটপ।
অপিনিহিতি:
পরের ই/উ-কার আগে উচ্চারিত হলে বা যুক্ত ব্যঞ্জনের আগে উচ্চারণ বদলে যায়।
যেমন:
-
আজি → আইজ
-
রাখিয়া → রাইখ্যা
-
বাক্য → বাইক্য
অভিশ্রুতি:
পরে আসা স্বর পূর্ববর্তী স্বরের সাথে মিলিয়ে রূপ বদলায়।
যেমন:
-
শুনিয়া → শুনে
-
বলিয়া → বলে
সমীভবন:
দুই ধ্বনির প্রভাবে একে অপরের সঙ্গে আংশিক মিল তৈরি হয়।
যেমন:
-
তৎহিত → তদ্ধিত
-
জন্ম → জন্ম (উচ্চারণ সহজ হয়)

0
Updated: 4 weeks ago
'উদ্ধার > উধার > ধার' কোন ধরনের ধ্বনি পরিবর্তন?
Created: 2 weeks ago
A
অন্ত্যস্বর লোপ
B
মধ্যস্বর লোপ
C
অভিশ্রুতি
D
আদি স্বরলোপ
স্বরলোপের প্রকারভেদ
১. আদি স্বরলোপ
শব্দের প্রথম স্বরধ্বনি লোপ পেলে তাকে আদি স্বরলোপ বলে।
উদাহরণ:
-
অলাবু → লাবু → লাউ
-
উদ্ধার → উধার → ধার
২. মধ্যস্বর লোপ
শব্দের মধ্যবর্তী স্বরধ্বনি লোপ পেলে তাকে মধ্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
অগুরু → অগ্র
-
সুবর্ণ → স্বর্ণ
৩. অন্ত্যস্বর লোপ
শব্দের শেষ স্বরধ্বনি লোপ পেলে তাকে অন্ত্যস্বর লোপ বলে।
উদাহরণ:
-
আশা → আশ
-
আজি → আজ
-
চারি → চার
-
সন্ধ্যা → সঞঝা → সাঁঝ

0
Updated: 2 weeks ago
"কবাট > কপাট" - কোন ধরনের ধ্বনি পরিবর্তন ঘটেছে?
Created: 2 weeks ago
A
অভিশ্রুতি
B
বিষমীভবন
C
সমীভবন
D
ব্যঞ্জন বিকৃতি
ব্যঞ্জনবিকৃতি (Consonant Mutation)
সংজ্ঞা:
শব্দের মধ্যে কোনো ব্যঞ্জনধ্বনি পরিবর্তিত হয়ে নতুন রূপ ধারণ করলে তাকে ব্যঞ্জনবিকৃতি বলা হয়।
উদাহরণ:
-
শাক → শাগ
-
কবাট → কপাট
-
ধাইমা → দাইমা
সূত্র:
-
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ
-
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা
-
মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)

0
Updated: 2 weeks ago
কোনটি স্বরভক্তির উদাহরণ?
Created: 1 month ago
A
ইস্কুল
B
আইজ
C
মাইর
D
শোলোক
- অ – রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ ইত্যাদি।
- ই – প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম ইত্যাদি।
- উ – মুক্তা মুকুতা, তুর্ক » তুরুক, ক্রু » ভুরু ইত্যাদি।
- এ – গ্রাম > গেরাম, প্ৰেক > পেরেক, স্রেফ > সেরেফ ইত্যাদি।
- ও – শ্লোক » শােলােক, মুরগ > মুরােগ > মােরগ ইত্যাদি।
- স্কুল > ইস্কুল,
- স্ত্রী > ইস্ত্রী
- স্টেশন > ইস্টেশন
- স্টিমার > ইস্টিমার ইত্যাদি।

0
Updated: 1 month ago