চারটি বিরাম চিহ্নের মধ্যে পূর্ণচ্ছেদ কোনটি?
A
ড্যাস
B
হাইফেন
C
সেমিকোলন
D
দাঁড়ি
উত্তরের বিবরণ
পূর্ণচ্ছেদ হলো ‘দাঁড়ি (।)’।
এটি বাক্য বা ভাবসম্পূর্ণ অংশের সমাপ্তি নির্দেশ করে।
-
দাঁড়ি ব্যবহার করে লেখা বা বক্তব্যের শেষ চিহ্নিত করা হয়।
-
বাক্যের শেষে এটি ব্যবহার করলে পাঠক বুঝতে পারে বাক্য সমাপ্ত হয়েছে।
-
অন্যান্য বিকল্প যেমন ড্যাস (-), হাইফেন (-), সেমিকোলন (;)—এগুলো বিভিন্ন সম্পর্ক বা সংযোগ বোঝায়, পূর্ণচ্ছেদ নয়।
-
দাঁড়ি বাংলা ভাষার প্রধান বিরামচিহ্ন হিসেবে স্বীকৃত।
-
তাই চারটি বিকল্পের মধ্যে পূর্ণচ্ছেদ সঠিকভাবে ‘দাঁড়ি’।
0
Updated: 15 hours ago
বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কী বসে?
Created: 1 month ago
A
সেমিকোলন
B
কোলন
C
ড্যাস
D
হাইফেন
বাংলা ভাষায় বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে "সেমিকোলন ( ; )" ব্যবহৃত হয়।
-
কমা সাধারণত ছোট বিরতির জন্য ব্যবহৃত হয়।
-
সেমিকোলন ব্যবহার করা হয় যখন কমার চেয়ে দীর্ঘ কিন্তু পূর্ণচ্ছেদের চেয়ে ছোট বিরতি প্রয়োজন।
-
কোলন ( : ) ব্যবহার হয় তালিকা, ব্যাখ্যা বা উদ্ধৃতি প্রদর্শনের আগে।
-
ড্যাস ( — ) ব্যবহৃত হয় হঠাৎ থেমে যাওয়া বা বিশেষ জোর বোঝাতে।
-
হাইফেন ( - ) মূলত শব্দ যুক্ত করার জন্য ব্যবহৃত হয় (যেমন: ঢাকা-চট্টগ্রাম সড়ক)।
তাই বাক্যে কমার চেয়ে বেশি বিরতির জন্য সেমিকোলন ( ; ) ব্যবহৃত হয়।
0
Updated: 1 month ago
লেখার সময় বিশ্বামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলে?
Created: 2 months ago
A
বিশ্রাম চিহ্ন
B
বিরাম চিহ্ন
C
বিভাজন চিহ্ন
D
সাংস্কৃতিক চিহ্ন
লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে বিরাম চিহ্ন বলে। বিরামচিহ্ন বা ছেদচিহ্ন হল সেইসব সাংকেতিক চিহ্ন যেগুলো লেখ্যমাধ্যমে ব্যবহার করে বাক্যের বিভিন্ন ভাব,
যেমন: জিজ্ঞাসা, বিস্ময়, সমাপ্তি ইত্যাদি সার্থকভাবে প্রকাশের মাধ্যমে বাক্যের অর্থ সুস্পষ্ট করা হয়। বাংলা ভাষায় ২০টির মতো যতিচিহ্ন রয়েছে। এদের মধ্যে বাক্যশেষে ব্যবহার্য যতিচিহ্ন ৪টি; বাক্যের ভিতরে ব্যবহার্য ১০টি এবং বাক্যের আগে পরে ব্যবহার্য ৬টি।
0
Updated: 2 months ago
বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
Created: 4 weeks ago
A
ড্যাশ
B
কোলন
C
কমা
D
হাইফেন
হাইফেন (-) হলো সেই চিহ্ন যা বাক্যের মধ্যে একাধিক পদকে সংযুক্ত করার কাজে ব্যবহৃত হয়।
• উদাহরণ:
-
মা-বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড়ো গৌরব।
-
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে।
0
Updated: 4 weeks ago