‘মন না মতি’ বাগধারাটির অর্থ কী?
A
অরাজগতা
B
অপদার্থ
C
মূল্যবান
D
অস্থির মানব মন
উত্তরের বিবরণ
‘মন না মতি’ বাগধারার অর্থ হলো অস্থির মানব মন।
এই বাগধারা সেই ব্যক্তিকে বোঝায় যার মন স্থির হয় না এবং সহজে বদলে যায়।
-
এটি অস্থিরতা ও অবিশ্বাস্য চরিত্রের পরিচায়ক।
-
ব্যক্তির সিদ্ধান্ত ও আচরণ প্রায়শই পরিবর্তনশীল হয়।
-
বাক্যে ব্যবহার করলে এমন মানুষের অবস্থা বা চরিত্র বোঝানো হয়।
-
অন্যান্য বিকল্প যেমন অরাজগতা, অপদার্থ বা মূল্যবান—বাগধারার প্রকৃত অর্থ বহন করে না।
-
তাই ‘মন না মতি’ মূলত মানব মনকে অস্থিতিশীল বা চঞ্চল হিসেবে প্রকাশ করে।
0
Updated: 16 hours ago
‘ইঁদুর কপাল’ – এর বিপরীতার্থক বাগধারা কোনটি?
Created: 1 month ago
A
অদৃষ্টের পরিহাস
B
চাঁদের হাট
C
একাদশে বৃহস্পতি
D
কেউকেটা
‘ইদুর কপালে’ বাগধারাটির অর্থ হলো - মন্দ ভাগ্য, এর বিপরীত বাগধারা হচ্ছে ‘একাদশে বৃহস্পতি’; যার অর্থ সৌভাগ্য বা সৌভাগ্যের বিষয়।
0
Updated: 1 month ago
'হাতভারী' বাগ্ধারার অর্থ-
Created: 3 weeks ago
A
নিষ্ক্রিয় দর্শক
B
সাধু বেশে অসৎ লোক
C
গম্ভীর প্রকৃতি
D
ব্যয়কুণ্ঠ
• 'হাতভারী' বাগ্ধারার অর্থ - ব্যয়কুণ্ঠ।
অন্যদিকে,
• 'সাক্ষী গোপাল' অর্থ - নিষ্ক্রিয় দর্শক।
• 'রাশভারী' অর্থ - গম্ভীর প্রকৃতি।
• 'ভিজে বেড়াল' অর্থ - সাধু বেশে অসৎ লোক।
0
Updated: 3 weeks ago
‘সাক্ষী গোপাল’ বাগধারাটির অর্থ কী?
Created: 2 months ago
A
অপদার্থ
B
মূর্খ
C
নিরেট বোকা
D
নিষ্ক্রিয় দর্শক
সাক্ষী গোপাল বাগধারাটির অর্থ নিষ্ক্রিয় দর্শক বা যার কোন ভূমিকা নেই।
0
Updated: 2 months ago