“সর্বাঙ্গে ব্যাথা, ঔষধ দিব কোথা”- এখানে ‘সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
A
অধিকরণে তৃতীয়া
B
অধিকরণে সপ্তমী
C
কর্তায় সপ্তমী
D
অপাদানে তৃতীয়া
উত্তরের বিবরণ
“সর্বাঙ্গে” শব্দটি অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।
এখানে শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কোথায় ব্যথা হচ্ছে—অর্থাৎ স্থানের ধারণা প্রকাশ করছে।
-
‘অধিকরণ কারক’ দ্বারা স্থান, সময় বা অবস্থান বোঝানো হয়।
-
‘সর্বাঙ্গে’ মানে সমস্ত অঙ্গে বা দেহে।
-
এই কারক সাধারণত কোথায়, কখন, বা কিসে প্রশ্নের উত্তর দেয়।
-
শব্দটির শেষে ‘-এ’ বিভক্তি যুক্ত হয়েছে, যা সপ্তমী নির্দেশ করে।
-
তাই এটি অধিকরণে সপ্তমী বিভক্তি—অন্য বিকল্পগুলো প্রযোজ্য নয়।
0
Updated: 16 hours ago
‘আকাশে চাঁদ উঠেছে’ এখানে ‘আকাশ’ কোন কারকে কোন বিভক্তি?
Created: 1 day ago
A
করণে ষষ্ঠী
B
কর্মে শূন্য
C
অধিকরণে সপ্তমী
D
সম্প্রদানে চতুর্থী
‘আকাশে চাঁদ উঠেছে’-এ ‘আকাশ’ শব্দটি অধিকরণে সপ্তমী বিভক্তি।
-
সপ্তমী বিভক্তি স্থান, সময় বা অবস্থান নির্দেশ করে।
-
বাক্যে ‘আকাশে’ শব্দটি চাঁদ ওঠার অবস্থান নির্দেশ করছে।
-
অধিকরণে বিভক্তির ক্ষেত্রে ক্রিয়া বা কাজের অবস্থান বোঝাতে পদের শেষে -এ, -তে, -য় ইত্যাদি যোগ হয়।
-
এখানে ‘আকাশ’ শব্দের শেষে -এ যুক্ত হওয়ায় এটি স্পষ্টভাবে অধিকরণে সপ্তমী।
-
তাই এই বাক্যে ‘আকাশ’ শব্দটি অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ।
0
Updated: 1 day ago
'এ দেহে প্রাণ নেই।' - বাক্যে 'দেহ' কোন কারক?
Created: 2 months ago
A
অধিকরণ
B
কর্ম
C
অপাদান
D
করণ
ChatGPT said:
0
Updated: 2 months ago
‘আকাশে চাঁদ উঠেছে’। এখানে ‘আকাশে’ কোন প্রকারের অধিকরণ?
Created: 3 months ago
A
ভাবাধিকরণ
B
ঐকদেশিক অধিকরণ
C
কালাধিকরণ
D
বৈষয়িক
বিরাট স্থানের যে কোনো অংশে ক্রিয়া সংঘটিত হলে তাকে ঐকদেশিক আধারধিকরণ বলে। যেমন পুকুরে মাছ আছে। বনে বাঘ আছে। আকাশে চাঁদ উঠেছে ইত্যাদি।
0
Updated: 3 months ago