নিষ্ক্রিয় গ্যাস কয়টি?
A
৫
B
৬
C
৭
D
৮
উত্তরের বিবরণ
নিষ্ক্রিয় গ্যাস এমন একদল মৌল যা রাসায়নিক বিক্রিয়ায় খুব কম অংশগ্রহণ করে। এদের ইলেকট্রন বিন্যাস সম্পূর্ণ হওয়ায় এরা স্থিতিশীল এবং অন্য মৌলের সঙ্গে যৌগ গঠন করে না। এই গ্যাসগুলো পর্যায় সারণির গ্রুপ-১৮ এ অবস্থিত এবং বায়ুমণ্ডলে খুবই অল্প পরিমাণে পাওয়া যায়।
-
নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা ৭টি। এগুলো হলো— হিলিয়াম (He), নিয়ন (Ne), আর্গন (Ar), ক্রিপটন (Kr), জেনন (Xe), রেডন (Rn) এবং অগ্যানেসন (Og)।
-
অগ্যানেসন (Og) কৃত্রিমভাবে তৈরি এক নিষ্ক্রিয় গ্যাস, যা পর্যায় সারণির সর্বশেষ সদস্য।
-
এদের পরমাণু সংখ্যা যথাক্রমে ২, ১০, ১৮, ৩৬, ৫৪, ৮৬ ও ১১৮।
-
রাসায়নিক বৈশিষ্ট্য: এদের বাহ্যিক ইলেকট্রন স্তর পূর্ণ থাকায় এরা অন্য মৌলের সঙ্গে বিক্রিয়া করে না।
-
ব্যবহার: নিয়ন বাতিতে আলো জ্বালাতে, আর্গন ওয়েল্ডিংয়ে, হিলিয়াম বেলুনে ও ক্রায়োজেনিক কাজে, আর জেনন চিকিৎসা ও আলোক যন্ত্রে ব্যবহৃত হয়।
-
এদের “Noble Gases” বা “Rare Gases” নামেও ডাকা হয়।
0
Updated: 18 hours ago