• 'ঞ' বর্ণের উচ্চারণ:
-
নিজস্ব ধ্বনি নেই।
-
স্বতন্ত্র ব্যবহারে [অঁ]-এর মতো উচ্চারিত হয়।
-
সংযুক্ত ব্যঞ্জনে [ন্]-এর মতো উচ্চারিত হয়।
উদাহরণ:
-
মিঞা → [মিয়াঁ]
-
চঞ্চল → [চন্চল্]
-
গঞ্জ → [গন্জা]
A
দ্বিস্বরধ্বনি
B
যৌগিকধ্বনি
C
মিশ্রধ্বনি
D
পূর্ণস্বরধ্বনি
উত্তরের বিবরণ
0
Updated: 4 weeks ago
কোন বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই?
Created: 1 week ago
A
ম
B
য
C
র
D
ঞ
0
Updated: 1 week ago
ভাষার ক্ষুদ্রতম একক কী?
Created: 1 week ago
A
শব্দ
B
বর্ণ
C
ধ্বনি
D
অক্ষর
ভাষা ও তার উপাদান
সংজ্ঞা: বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবোধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
ভাষার ক্ষুদ্রতম একক: ধ্বনি
ধ্বনি ভাষার মূল উপাদান।
ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
ধ্বনির লিখিত রূপ: বর্ণ
ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
ভাষার মৌলিক উপাদান: শব্দ
শব্দের ক্ষুদ্রতম অংশ: অক্ষর
উৎস:
বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি
ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
0
Updated: 1 week ago
কোনগুলো দন্ত্য ধ্বনি?
Created: 2 weeks ago
A
ক খ গ ঘ
B
প ফ ব ভ
C
ত থ দ ধ
D
ট ঠ ড ঢ
0
Updated: 2 weeks ago