বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনির সংখ্যা কয়টি?
A
দুইটি
B
তিনটি
C
চারটি
D
পাঁচটি
উত্তরের বিবরণ
• অর্ধস্বরধ্বনি:
যেসব স্বরধ্বনি পুরোপুরি উচ্চারিত হয় না সেগুলোকে অর্ধস্বরধ্বনি বলে।
- বাংলা ভাষায় অর্ধস্বরধ্বনি চারটি: ই্, উ্, এ্, ও্।
স্বরধ্বনি উচ্চারণ করার সময়ে টেনে দীর্ঘ করা যায়, কিন্তু অর্ধস্বরধ্বনিকে কোনোভাবে, দীর্ঘ করা যায় না।
যেমন:
• 'চাই' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [ই্ ]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [ই্] হলো অর্ধস্বরধ্বনি।
• একইভাবে 'লাউ' শব্দে দুটি স্বরধ্বনি আছে: [আ] এবং [উ্]। এখানে [আ] হলো পূর্ণ স্বরধ্বনি, [উ্] হলো অর্ধস্বরধ্বনি।

0
Updated: 2 months ago
বাংলা অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
Created: 1 week ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
অনুনাসিক স্বরধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলোর উচ্চারণকালে মুখগহ্বরের পাশাপাশি নাসাগহ্বর দিয়েও বায়ু নির্গত হয়। সাধারণত মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয় এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন কোমল তালু সামান্য নিচে নেমে যায়, তখন কিছু বায়ু নাক দিয়েও বেরিয়ে আসে, ফলে ধ্বনিগুলো অনুনাসিক স্বরধ্বনিতে পরিণত হয়।
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনির উপস্থিতি চিহ্নিত করার জন্য স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহার করা হয়।
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
অনুনাসিক স্বরধ্বনি (৭টি):
[ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]
এইভাবে অনুনাসিকতা ধ্বনির উচ্চারণে একটি বিশেষ নাসিক গুণ যুক্ত করে, যা শব্দের ধ্বনিগত বৈচিত্র্য বৃদ্ধি করে।

0
Updated: 1 week ago
জিভের উচ্চতা অনুযায়ী 'ও' এর অবস্থান-
Created: 1 month ago
A
উচ্চ
B
নিম্ন-মধ্য
C
উচ্চ-মধ্য
D
নিম্ন
• স্বরধ্বনির বিভাগ (উচ্চারণের ভিত্তিতে):
১. জিভের উচ্চতা অনুযায়ী:
-
উচ্চ: ই, উ
-
উচ্চ-মধ্য: এ, ও
-
নিম্ন-মধ্য: অ্যা, অ
-
নিম্ন: আ
২. জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী:
-
সম্মুখ: ই, এ, অ্যা
-
মধ্য: আ
-
পশ্চাৎ: উ, ও, অ

0
Updated: 1 month ago
উচ্চ -মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটি?
Created: 2 weeks ago
A
ই
B
ও
C
এ
D
অ
উচ্চারণের সময় জিভের অবস্থান অনুযায়ী স্বরধ্বনিগুলোকে বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যায়।
-
জিভ কতটা নিচে নামে তার ভিত্তিতে স্বরধ্বনি বিভাজন:
১. উচ্চ স্বরধ্বনি: ই, উ
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি: এ, ও
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি: অ্যা, অ
৪. নিম্ন স্বরধ্বনি: আ -
জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি বিভাজন:
১. সম্মুখ স্বরধ্বনি: ই, এ, অ্যা
২. মধ্য স্বরধ্বনি: আ
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ

0
Updated: 2 weeks ago