চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গোষ্ঠীর নাম-
A
তুর্কমেন
B
উইঘুর
C
তাজিক
D
কাজাখ
উত্তরের বিবরণ
চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চল হলো দেশটির বৃহত্তম প্রাদেশিক অঞ্চলগুলোর একটি। এখানকার প্রধান জাতিগোষ্ঠী উইঘুর (Uyghur), যারা তুর্কি ভাষাভাষী মুসলিম জনগোষ্ঠী। তারা সাংস্কৃতিকভাবে মধ্য এশিয়ার তুর্কি জাতিগোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। উইঘুরদের নিজস্ব ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রয়েছে, এবং তাদের ধর্ম ইসলাম।
0
Updated: 6 hours ago
সিন্ধু বিজেতা প্রথম মুসলিম সেনাপতি ছিলেন-
Created: 2 months ago
A
মুহাম্মদ বিন কাসিম
B
মাহমুদ গজনভী
C
আলাউদ্দিন খিলজি
D
মুহাম্মদ ঘুরি
সিন্ধু বিজয়:
-
আরবদের সিন্ধু বিজয় উপমহাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা।
-
এটিকে দক্ষিণ এশিয়ায় মুসলমানদের আগমনের সূচনালগ্ন হিসেবে ধরা হয়।
-
এই ঐতিহাসিক ঘটনার প্রধান কুশীলব ছিলেন আরব সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ও সিন্ধুর তৎকালীন রাজা দাহির।
-
প্রথম সিন্ধু বিজয়ী মুসলিম সেনাপতি ছিলেন মুহাম্মদ বিন কাসিম।
-
খলিফা প্রথম ওয়ালিদের সময় মুসলমানগণ সিন্ধু অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য:
-
খলিফার অনুমতি নিয়ে ইরাকের গভর্ণর হাজ্জাজ বিন ইউসুফ এই অভিযান প্রেরণ করেন।
-
সিন্ধু বিজয়ের মূল উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের বিস্তার এবং অর্থ সম্পদ অর্জন।
-
মুহাম্মদ বিন কাসিম এক শক্তিশালী বাহিনী নিয়ে সিন্ধুদেশ আক্রমণ করেন।
-
তিনি দাইবুল, নীরুন, সিওয়ান ও সিসাম দখল করে আরও উত্তরে অগ্রসর হন।
-
সিন্ধুরাজ দাহির রাওয়ার দুর্গ রক্ষা করার চেষ্টা করেন, কিন্তু যুদ্ধে নিহত হন।
-
রাওয়ার দখলের পর মুহাম্মদ বিন কাসিম সিন্ধুর রাজধানী আলোর জয় করেন।
-
এরপর মুলতানও মুসলমানদের দখলে আসে।
উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়
0
Updated: 2 months ago
নিম্নোক্ত কোন দেশটি প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়?
Created: 1 month ago
A
মিশর
B
সংযুক্ত আরব আমিরাত
C
তুরস্ক
D
কাতার
ইসরাইল মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র যা মুসলিম প্রধান দেশগুলোর মাঝখানে অবস্থিত এবং রাজনৈতিক, ধর্মীয় ও ঐতিহাসিক নানা কারণে বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিচে দেশটি সম্পর্কে মূল তথ্য দেওয়া হলো।
-
অবস্থান: মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে
-
রাজধানী: জেরুজালেম
-
মুদ্রা: শেকেল
-
সরকারি ভাষা: হিব্রু
-
রাষ্ট্র গঠনের পটভূমি: ফিলিস্তিনের অংশের ভূমি দখল করে গঠিত
-
প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি: যুক্তরাষ্ট্র
-
প্রথম আরব স্বীকৃতি: মিশর, ১৯৭৯ সালে
-
প্রথম মুসলিম স্বীকৃতি: তুরস্ক
ধর্মীয় ও ঐতিহাসিক প্রেক্ষাপটে জেরুজালেমের বিশেষ গুরুত্ব রয়েছে।
-
পবিত্র স্থান: মুসলিম, ইহুদি ও খ্রিস্টান—তিন ধর্মের কাছে জেরুজালেম পবিত্র
-
বেলফোর ঘোষণা: ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ দলিল
-
প্রতিষ্ঠা তারিখ: ১৯৪৮ সালের ১৪ মে, ব্রিটিশ ও মার্কিন সহায়তায় ইহুদিরা আরব ভূমিতে ইসরাইল প্রতিষ্ঠা করে
-
নাগরিকত্ব নীতি: ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব প্রদান করে একমাত্র দেশ
-
গোয়েন্দা সংস্থা: মোসাদ ও আমান
-
স্বাধীনতা ঘোষণাকারী: ডেভিড বেন গুরিয়েন
0
Updated: 1 month ago
১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম আসন সংখ্যা ছিল?
Created: 2 months ago
A
২২৩টি
B
২৩৭টি
C
২৩০টি
D
২২৫টি
যুক্তফ্রন্ট নির্বাচন
-
তারিখ: ৮ই মার্চ ১৯৫৪
-
পূর্ব বাংলায় প্রথম অবাধ ও সর্বজনীন ভোটাধিকারের মাধ্যমে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন।
-
ভোট হার: ৩৭.১৯%
-
মোট আসন: ৩০৯
-
মুসলিম আসন: ২৩৭
-
যুক্তফ্রন্ট অর্জন: ২২৩টি আসন
যুক্তফ্রন্টের মন্ত্রিসভা গঠন
-
নেতৃত্বে: শেরেবাংলা এ কে ফজলুল হক
-
মন্ত্রিসভার সদস্য সংখ্যা: ১৪
-
শেরেবাংলা মুখ্যমন্ত্রী পদ ছাড়াও অর্থ, রাজস্ব ও স্বরাষ্ট্র বিভাগের দায়িত্ব নেন।
-
অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব:
-
আবু হোসেন সরকার: বিচার, স্বাস্থ্য ও স্থানীয় সরকার
-
সৈয়দ আজিজুল হক: শিক্ষা
-
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান: কৃষি, সমবায় ও পল্লি উন্নয়ন
-
উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি
0
Updated: 2 months ago