নিম্নের কোনটি জাতিসংঘের সংস্থা নয়?
A
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ARF)
B
আঞ্চলিক শ্রম সংস্থা (ILO)
C
আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD)
D
খাদ্য ও কৃষি সংস্থা (FAO)
উত্তরের বিবরণ
আসিয়ান আঞ্চলিক ফোরাম (ASEAN Regional Forum - ARF) কোনো জাতিসংঘ সংস্থা নয়। এটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক সংলাপের প্ল্যাটফর্ম, যা ১৯৯৪ সালে আসিয়ান (ASEAN) কর্তৃক প্রতিষ্ঠিত হয়। এর মূল উদ্দেশ্য হলো আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখা। এর সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়ায়, যা আসিয়ানের কেন্দ্রীয় কার্যালয়ও।
অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা:
-
ILO (International Labour Organization): জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা, প্রতিষ্ঠিত ১৯১৯ সালে, জাতিসংঘে যুক্ত হয় ১৯৪৬ সালে। সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
-
IFAD (International Fund for Agricultural Development): প্রতিষ্ঠিত ১৯৭৭ সালে, জাতিসংঘের একটি সংস্থা হিসেবে, যার লক্ষ্য দারিদ্র্য হ্রাস ও কৃষি উন্নয়ন। সদর দপ্তর: রোম, ইতালি।
-
FAO (Food and Agriculture Organization): প্রতিষ্ঠিত ১৬ অক্টোবর ১৯৪৫ সালে, সদর দপ্তর: রোম, ইতালি। এটি খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নের জন্য কাজ করে।
0
Updated: 6 hours ago
অটোয়া চুক্তির মূল উদ্দেশ্য কী?
Created: 1 month ago
A
স্থলমাইন নিষিদ্ধকরণ
B
পারমাণবিক অস্ত্র সীমিতকরণ
C
রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ
D
জৈব অস্ত্র ধ্বংস
অটোয়া চুক্তি ১৯৯৭ সালে স্থলমাইনের উৎপাদন, ব্যবহার ও মজুদ নিষিদ্ধ করার উদ্দেশ্যে গৃহীত হয়।
অটোয়া চুক্তি:
-
১৯৯৭ সালের ১৮ সেপ্টেম্বর, কানাডার অটোয়ায় এই চুক্তি গৃহীত হয়।
-
চুক্তি ১ মার্চ ১৯৯৯ সালে কার্যকর হয়।
-
চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ স্থলমাইন ব্যবহারের বিরুদ্ধে সম্মত হয়।
-
বাংলাদেশ ৭ মে ১৯৯৮ সালে চুক্তিতে স্বাক্ষর করে এবং ৬ সেপ্টেম্বর ২০০০ সালে এটি কার্যকর করে।
-
বর্তমানে ১৬৪টি দেশ এই চুক্তির অংশীদার।
0
Updated: 1 month ago
নিম্নের কোনটি জাতিসংঘের পরিবেশ বিষয়ক কাজ করে?
Created: 1 month ago
A
UNFCC
B
UNEP
C
UNDB
D
UNDP
UNEP বা United Nations Environment Programme হলো জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা, যা বিশ্বব্যাপী পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ক্ষেত্রে কাজ করে। সংস্থাটি বিভিন্ন কার্যক্রমের মধ্যে চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কারের মাধ্যমে পরিবেশবান্ধব উদ্যোগকে স্বীকৃতি দেয়।
-
পূর্ণরূপ: United Nations Environment Programme
-
সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া
-
প্রতিষ্ঠার তারিখ: ৫ জুন, ১৯৭২
-
বিশ্ব পরিবেশ দিবস: ৫ জুন
-
সদস্য রাষ্ট্র: ১৯৩টি
-
মূল কার্যক্রম: পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগকে পুরস্কৃত করা
0
Updated: 1 month ago
UNCLOS এর পূর্ণরূপ কী?
Created: 1 month ago
A
United Nations Convantion on the Law of the Sae.
B
United Nations Conference on the Law of the Sean.
C
United Nations Conference on the Law of the Sea.
D
United Nations Convention on the Law of the Sea.
UNCLOS (United Nations Convention on the Law of the Sea) হলো সমুদ্র আইন সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি।
-
স্বাক্ষরের সাল: ১৯৮২, তৃতীয় জাতিসংঘ সমুদ্র সম্মেলনে
-
কার্যকারিতা শুরু: ১৯৯৪
-
উদ্দেশ্য: সমুদ্র আইন নির্ধারণ, সামুদ্রিক সম্পদের ব্যবহার এবং রাষ্ট্রগুলোর অধিকার সুরক্ষা
-
মূল বৈশিষ্ট্য: সমুদ্রকে বিভিন্ন ভাগে বিভক্ত করে প্রতিটি রাষ্ট্রের অধিকার ও কর্তৃত্ব নির্ধারণ
-
আঞ্চলিক জলসীমা: ১২ নটিক্যাল মাইলের পরবর্তী অংশ পর্যন্ত (মোট ২৪ নটিক্যাল মাইল)
-
অধিকার: রাষ্ট্র এই অঞ্চলে শুল্ক, অভিবাসন, স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত নিয়ন্ত্রণ প্রয়োগ করতে পারে
0
Updated: 1 month ago