'তীক্ষ্ণ' শব্দের যুক্তবর্ণটি কোন কোন বর্ণের সমন্বয়ে গঠিত?
A
ক্ + ষ্ + ম = ক্ষ্ণ
B
ক্ + ষ্ + ন = ক্ষ্ণ
C
ক্ + ষ্ + ণ = ক্ষ্ণ
D
হ্ + ম্ + ন = ক্ষ্ণ
উত্তরের বিবরণ
• 'তীক্ষ্ণ' শব্দের 'ক্ষ্ণ' যুক্তবর্ণটি 'ক্ + ষ্ + ন' বর্ণ যোগে গঠিত।
-----------------
• যুক্তবর্ণ:
একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় তাদের কে স্বচ্ছ যুক্তবর্ণ বলে। যে সকল যুক্তবর্ণ দেখলে সহজে চেনা যায় না তাদের কে অস্বচ্ছ যুক্তবর্ণ বলে।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + স = ক্স,
- ক্ + ষ = ক্ষ,
- হ্+ ম = হ্ম,
- হ্ + ন = হ্ন,
- ষ + ণ= ষ্ণ,
- ক্ + ষ + ম = ক্ষ্ম।

0
Updated: 2 months ago
‘হ্ম’ এর সঠিক বিশ্লেষণ কোনটি?
Created: 1 month ago
A
ক + ষ
B
হ + ম
C
হ + ন
D
ষ + ণ
দুই বা তার চেয়ে বেশি ব্যঞ্জনধ্বনির মধ্যে কোনো স্বরধ্বনি না থাকলে সে ব্যঞ্জনধ্বনি দুটি বা ধ্বনি কয়টি একত্রে উচ্চারিত হয় । এরুপ যুক্ত ব্যঞ্জনধ্বনির দ্যোতনার জন্য দুটি বা অধিক ব্যঞ্জনবর্ণ একত্রিত হয়ে সংযুক্ত বর্ণ (Ligature) গঠিত হয়। 'হ্ম' এখানে এরুপ একটি সংযুক্ত বর্ণ । কারণ, হ + ম = হ্ম । উল্লেখ্য, ক + ষ = ক্ষ, হ + ন = হ্ন, ষ + ণ = ষ্ণ ।

0
Updated: 1 month ago
যুক্তবর্ণের শুদ্ধ গঠন কোনটি?
Created: 2 months ago
A
ঞ্ + ঝ = ঞ্চ
B
ঞ্ + থ = ঞ্চ
C
ঞ্ + ব = ঞ্চ
D
ঞ্ + চ = ঞ্চ
• যুক্তবর্ণের শুদ্ধ গঠন- ঞ + চ = ঞ্চ।
গুরুত্বপূর্ণ কিছু যুক্তবর্ণ:
- ক্ + ট = ক্ট,
- জ্ + জ = জ্জ,
- ঞ + চ = ঞ্চ,
- ষ + ণ = ষ্ণ,
- হ্ + ন = হ্ন
- হ্ + ণ = হ্ণ,
- ঞ + জ = ঞ্জ,
- জ্ + ঞ = জ্ঞ।

0
Updated: 2 months ago
কোনটি শুদ্ধ যুক্তবর্ণ?
Created: 2 weeks ago
A
হ্ + র = হৃ
B
হ্ + ঊ = হু
C
ঞ্চ = ঞ্ + চ
D
হ্ + ষ = হ্ম
বাংলা ব্যাকরণে যুক্তবর্ণ ও তাদের সঠিক রূপ সম্পর্কিত তথ্য নিচে দেওয়া হলো।
-
শুদ্ধ যুক্তবর্ণ: ঞ্ + চ = ঞ্চ
-
অন্যান্য অশুদ্ধ রূপের শুদ্ধ রূপ:
-
হ্ + ম = হ্ম
-
হ্ + উ = হু
-
হ্ + ঋ = হৃ
-

0
Updated: 2 weeks ago