মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম-
A
এনএলডি সরকার
B
ন্যাশনাল ইউনিটি সরকার
C
বার্মিজ গভর্নমেন্ট ইন এক্সাইল
D
অং সান সু চি সরকার
উত্তরের বিবরণ
২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের অং সান সু চি নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (NLD) সরকারকে অপসারণ করা হয়। এর প্রতিবাদে, গণতন্ত্রপন্থী রাজনীতিবিদ ও সংসদ সদস্যরা ১১ এপ্রিল ২০২১ সালে গঠন করেন ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (National Unity Government - NUG), যা বর্তমানে নির্বাসিত সরকার হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা করছে। এই সরকারের মূল লক্ষ্য হলো সামরিক শাসনের অবসান ঘটিয়ে দেশে গণতান্ত্রিক শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা। নিরাপত্তাজনিত কারণে সরকারের কার্যক্রম অনলাইনে বা ভার্চুয়ালভাবে পরিচালিত হয়।
0
Updated: 6 hours ago
আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
Created: 1 month ago
A
নাইরোবি, কেনিয়া
B
আদ্দিস আবাবা, ইথিওপিয়া
C
আবুজা, নাইজেরিয়া
D
আলজিয়ার্স, আলজেরিয়া
আফ্রিকান ইউনিয়ন (AU) হলো আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি আঞ্চলিক সংগঠন, যা মহাদেশের একতা, সহযোগিতা ও উন্নয়নে কাজ করে।
আফ্রিকান ইউনিয়ন সম্পর্কিত তথ্য:
-
পূর্ণরূপ: African Union
-
পূর্ব নাম: Organization of African Unity
-
নামকরণ: জুলাই, ২০০২
-
সদর দপ্তর: আद्दিস আবাবা, ইথিওপিয়া
-
বর্তমান সদস্য সংখ্যা: ৫৫টি (সেপ্টেম্বর, ২০২৫)
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান (সেপ্টেম্বর, ২০২৫)
-
মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় AU-এ যোগদান করে
0
Updated: 1 month ago
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের মেয়াদ -
Created: 1 month ago
A
৩ বছর
B
৪ বছর
C
৫ বছর
D
৬ বছর
মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইনসভা হলো কংগ্রেস, যার প্রধান দায়িত্ব আইন প্রণয়ন। এটি একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা (The House of Representatives) এবং উচ্চকক্ষ হলো সিনেট (The Senate)।
-
নিম্নকক্ষ (প্রতিনিধি সভা / হাউস অফ রিপ্রেজেন্টেটিভস)
-
আসন সংখ্যা: ৪৩৫টি
-
সদস্যদের মেয়াদ: ২ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ২৫ বছর হতে হবে
-
-
উচ্চকক্ষ (সিনেট)
-
আসন সংখ্যা: ১০০টি
-
সদস্যদের মেয়াদ: ৬ বছর
-
প্রার্থী হওয়ার যোগ্যতা: বয়স ন্যূনতম ৩০ বছর হতে হবে
-
-
যুক্তরাষ্ট্রীয় ঐতিহ্য অনুযায়ী নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভস মার্কিন জনগণের প্রতিনিধিত্বমূলক কক্ষ হিসেবে বিবেচিত, আর উচ্চকক্ষ বা সিনেট অঙ্গরাজ্যগুলোর প্রতিনিধিত্বমূলক কক্ষ
-
কংগ্রেসের উভয় কক্ষের সদস্যরা জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন
-
বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি—এই দুই দলের প্রাধান্য বিদ্যমান
তথ্যসূত্র:
0
Updated: 1 month ago
স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার নিষিদ্ধ করা কোন কনভেনশনের মাধ্যমে?
Created: 1 month ago
A
বাসেল কনভেনশন
B
ভিয়েনা কনভেনশন
C
অটোয়া কনভেনশন
D
রামসার কনভেনশন
অটোয়া কনভেনশন হলো একটি স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যা কোন দেশের জন্য স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন এবং হস্তান্তর নিষিদ্ধ করে।
-
চুক্তিটি ১৯৯৭ সালে কানাডার অটোয়ায় স্বাক্ষরিত হয়।
-
চুক্তির মূল উদ্দেশ্য হলো স্থলমাইন মজুদ, উৎপাদন, হস্তান্তর ও ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা।
-
চুক্তি স্বাক্ষর করেনি: চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, ইরান, এবং ইসরায়েল।
-
বাংলাদেশ চুক্তি স্বাক্ষর করে ৭ মে, ১৯৯৮, এবং অনুমোদন দেয় ৬ সেপ্টেম্বর, ২০০০ সালে।
0
Updated: 1 month ago