‘গরীবের জন্য বড়লোকের দরদটা মাছের মায়ের পুত্রশোকের মতোই’-এ বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
A
নিষ্ঠুর
B
মিথ্যা শোক
C
মমত্ববোধ
D
শোকে পাথর
উত্তরের বিবরণ
বাক্যে ‘মাছের মায়ের পুত্রশোক’ শব্দগুচ্ছটি মিথ্যা শোক অর্থে ব্যবহৃত হয়েছে, কারণ এটি বোঝাচ্ছে যে বড়লোকের দয়া বা দরদ গরীবের প্রতি সত্যিকারের অনুভূতি নয়।
-
এই প্রবাদপ্রতিম উপমা নির্দেশ করে ভান বা অপ্রকৃত শোক, যা কার্যত প্রভাবিত করে না।
-
মাছের মায়ের পুত্রশোক প্রকৃতপক্ষে কোনো শোক নয়, এটি নিরর্থক বা মিথ্যা ভাবের উদাহরণ।
-
বাক্যে বড়লোকের দরদও একইভাবে ভান বা অপ্রকৃত, যা প্রকৃত সহমর্মিতা নয়।
-
অন্য বিকল্পগুলো যেমন নিষ্ঠুর, মমত্ববোধ, শোকে পাথর—এই প্রসঙ্গে প্রযোজ্য নয়।
-
তাই সঠিক উত্তর হলো মিথ্যা শোক।
0
Updated: 3 hours ago
'খপোত' - শব্দের অর্থ কী?
Created: 1 month ago
A
পাখি
B
খরগোশ
C
উড়োজাহাজ
D
আকাশ
‘খপোত’ শব্দের অর্থ হলো বিমান, উড়োজাহাজ, আকাশযান।
অন্যান্য শব্দের অর্থ:
-
‘খরগোশ’ = শশক
-
‘গাড়ি’ = পণ্য বহনের জন্য ব্যবহৃত শকট
-
‘হরিণ’ = কুরঙ্গ, মৃগ, সুনয়ন
-
‘পাখি’ = পক্ষী, বিহগ, বিহঙ্গ, খেচর, বিহঙ্গম, শকুন্ত, অণ্ডজ, পতত্রী
0
Updated: 1 month ago
"ডেকে ডেকে হয়রান হচ্ছি।" - এ বাক্যে 'ডেকে ডেকে’ কোন অর্থ প্রকাশ করে?
Created: 2 months ago
A
পৌনঃপুনিকতা
B
কালের বিস্তার
C
বিরক্তি
D
অনুভূতি
দ্বিরুক্তি শব্দের উদাহরণ
-
পৌনঃপুনিকতা বোঝাতে:
-
ডেকে ডেকে হয়রান হয়েছি।
-
-
বিশেষণ রূপে:
-
এ দিকে রোগীর তো যায় যায় অবস্থা।
-
-
স্বল্পকাল স্থায়ী বোঝাতে:
-
দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেলো।
-
-
ক্রিয়া বিশেষণ বোঝাতে:
-
দেখে দেখে যেও।
-
-
অনুভূতি বা ভাব বোঝাতে:
-
ভয়ে গা ছম ছম করছে।
-
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)
0
Updated: 2 months ago
'শারি' ও 'সারি' শব্দের অর্থ যথাক্রমে -
Created: 2 months ago
A
স্ত্রী শালিক ও পঙ্ক্তি
B
পঙ্ক্তি ও আস্বাদ
C
গানবিশেষ ও পুরুষ শালিক
D
পুরুষ শালিক ও গানবিশেষ
‘শারি’ শব্দের অর্থ: স্ত্রী শালিক
‘সারি’ শব্দের অর্থ: পঙ্ক্তি
অন্যদিকে,
‘স্বাদ’ শব্দের অর্থ: আস্বাদ
কিছু শব্দজোড়ের উদাহরণ:
-
‘শব’ শব্দের অর্থ: লাশ
-
‘সব’ শব্দের অর্থ: সকল
-
‘সাদ’ শব্দের অর্থ: ইচ্ছা
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম–দশম শ্রেণি (২০২২ সংস্করণ)
0
Updated: 2 months ago