Which poem reflects on childhood and memory?
A
Ode: Intimations of Immortality
B
The Waste Land
C
Dover Beach
D
The Tower

0
Updated: 2 months ago
What contrast does Wordsworth make in Tintern Abbey?
Created: 1 month ago
A
Childhood vs. Old Age
B
Past joy vs. Present philosophy
C
City life vs. Country life
D
Love vs. Hatred
Wordsworth Tintern Abbey-এ নিজের দুই অভিজ্ঞতার তুলনা করেন। তরুণ বয়সে তিনি প্রকৃতিকে শুধু ইন্দ্রিয় সুখের উৎস হিসেবে দেখেছিলেন। কিন্তু কয়েক বছর পরে তিনি প্রকৃতিকে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক শক্তি হিসেবে অনুভব করেন। অর্থাৎ অতীতের আনন্দের তুলনায় বর্তমান সময়ে তিনি প্রকৃতির মধ্যে শিক্ষা, শান্তি ও ঈশ্বরের উপস্থিতি খুঁজে পান। এই দ্বৈত অভিজ্ঞতা কবিতার মূল সৌন্দর্য।

0
Updated: 1 month ago
“Shades of the prison-house begin to close / Upon the growing Boy” — here, “prison-house” is an example of:
Created: 1 month ago
A
Simile
B
Metaphor
C
Hyperbole
D
Irony
“Prison-house” শব্দটি রূপক (metaphor)। Wordsworth এখানে বোঝাতে চেয়েছেন, বড় হওয়ার সাথে সাথে শৈশবের স্বর্গীয় আলো ধীরে ধীরে ম্লান হয়ে যায় এবং জীবন মানুষকে এক সীমাবদ্ধতার মধ্যে আটকে ফেলে। এই “prison-house” বাস্তব কারাগার নয়, বরং প্রতীকীভাবে অভিজ্ঞতা, দায়িত্ব আর বস্তুবাদী জীবনের চাপকে বোঝায়। রূপকটি কবিতার আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করেছে।

1
Updated: 1 month ago
Who wrote the poem The Solitary Reaper?
Created: 1 month ago
A
P.B. Shelley
B
William Wordsworth
C
W.B. Yeats
D
John Keats
The Solitary Reaper
-
William Wordsworth রচিত একটি lyrical ballad।
-
প্রথম প্রকাশিত হয় ১৮০৭ সালে Poems, in Two Volumes সংকলনে।
-
কবিতায় স্কটল্যান্ডের হাইল্যান্ড অঞ্চলের এক তরুণী মাঠে একা ফসল কাটতে কাটতে Gaelic ভাষায় করুণ গান গাইছে।
-
‘The Solitary Reaper’ অর্থ একাকী শস্য আহরণকারী।
-
কবিতাটি চার স্তবকে বিভক্ত, iambic tetrameter ছন্দে রচিত এবং ABABCCDD ছন্দমালা অনুসৃত।
Summary
-
কবি পাহাড়ি উপত্যকায় এক তরুণীকে একা ধান কাটতে ও গান গাইতে দেখেন।
-
গানটি মধুর হলেও কবি ভাষা বুঝতে পারেন না; তবে আবেগ ও সৌন্দর্যে গভীরভাবে প্রভাবিত হন।
-
গানকে তিনি প্রকৃতির বিশেষ দান হিসেবে উপস্থাপন করেন।
William Wordsworth
-
রোমান্টিক যুগের অন্যতম কবি, পরিচিত ‘Poet of Nature’ নামে।
-
উল্লেখযোগ্য রচনা: Daffodils, The Excursion, The Prelude, The Recluse, Lucy।

0
Updated: 1 month ago