‘ঢেউ’-এর প্রতিশব্দ কোনটি?
A
তটিনী
B
বীচি
C
বারিধি
D
উর্মি
উত্তরের বিবরণ
‘ঢেউ’-এর প্রতিশব্দ হলো উর্মি, কারণ উভয়ই জলের তরঙ্গ বা আন্দোলন নির্দেশ করে।
-
উর্মি শব্দটি বিশেষত সাগর, নদী বা জলাশয়ের ঢেউ বোঝাতে ব্যবহৃত হয়।
-
‘ঢেউ’ এবং ‘উর্মি’ উভয়েই জলীয় গতিশীলতা ও তরঙ্গের আকৃতি প্রকাশ করে।
-
অন্য বিকল্পগুলো যেমন ‘তটিনী’, ‘বীচি’, ‘বারিধি’—এই অর্থে ব্যবহার হয় না বা ভিন্ন প্রসঙ্গে ব্যবহৃত।
-
প্রতিশব্দ ব্যবহার করলে লেখা ও বক্তব্যে শব্দ বৈচিত্র্য ও প্রকাশশৈলী উন্নত হয়।
-
তাই ‘ঢেউ’-এর সঠিক প্রতিশব্দ হলো উর্মি।
0
Updated: 3 hours ago
‘জলাশয়’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে-
Created: 2 months ago
A
সরোবর
B
জলধর
C
অম্বু
D
সলিল
জলধর - মেঘ, নিরদ, অম্বু - আকাশ, অন্তরীক্ষ, সলিল - বারি, পানি, জল, জলাশয় - সরোবর, জলকুণ্ড।
0
Updated: 2 months ago
চন্দ্রের প্রতিশব্দ নয়-
Created: 2 months ago
A
সোম
B
হিমাংশু
C
সবিতা
D
দ্বিজরাজ
চন্দ্রের প্রতিশব্দ নয় সবিতা । চন্দ্রের প্রতিশব্দ হলো: দ্বিজরাজ, সোম, হিমাংশু ।এরুপ- সুধাকর, শশী, নিশাকর, রজনীকান্ত ইত্যাদি।
0
Updated: 2 months ago
২৫) 'Patois' এর পারিভাষিক শব্দ -
Created: 2 months ago
A
বিভাষা
B
আঞ্চলিক ভাষা
C
সাধু ভাষা
D
চলিত ভাষা
ভাষা সম্পর্কিত পারিভাষিক শব্দসমূহ
-
Patois → আঞ্চলিক ভাষা
-
Foreign language → বিভাষা
-
Classical language; elegant / polished / chaste language → সাধু ভাষা
-
Colloquial language → চলিত ভাষা
উৎস:
-
বাংলা একাডেমি, প্রমিত বাংলা ভাষার ব্যাকরণ (দ্বিতীয় খণ্ড)
-
প্রশাসনিক পরিভাষা
-
অভিগম্য অভিধান
0
Updated: 2 months ago