জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে কী বলে?
A
নিম্ন-স্বরধ্বনি
B
অগ্র-স্বরধ্বনি
C
জিভ-স্বরধ্বনি
D
সম্মুখ-স্বরধ্বনি
উত্তরের বিবরণ
জিভের সামনের অংশের সাহায্যে উচ্চারিত স্বরধ্বনিগুলোকে অগ্র-স্বরধ্বনি বলা হয়।
-
অগ্র-স্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি যা উচ্চারণের সময় জিভের সামনের অংশকে মুখের সামনের দিকে অবস্থান করানো হয়।
-
এই ধ্বনিগুলো সাধারণত উচ্চস্বর বা অগ্রবর্তী স্বরধ্বনি হিসেবে পরিচিত।
-
বাংলায় যেমন ‘ই’, ‘ঈ’, ‘এ’, ‘ঐ’—এগুলো অগ্র-স্বরধ্বনি।
-
উচ্চারণের সময় জিভের সামনের অংশ মুখের ছাদের দিকে নেয়া হয় এবং স্বরের স্বরলিপি স্পষ্ট হয়।
-
তাই জিভের সামনের অংশ ব্যবহার করে গঠিত স্বরধ্বনিগুলো অগ্র-স্বরধ্বনি।
0
Updated: 3 hours ago
"স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য" - ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
Created: 2 months ago
A
ধ্বনিতত্ত্ব
B
রূপতত্ত্ব
C
বাক্যতত্ত্ব
D
অর্থতত্ত্ব
বাংলা ব্যাকরণের চারটি প্রধান শাখা
১. ধ্বনিতত্ত্ব (Phonetics & Phonology)
-
আলোচ্য বিষয়: ধ্বনি এবং বর্ণমালা
-
মূল বিষয়সমূহ:
-
বাগ্যন্ত্র ও উচ্চারণ প্রক্রিয়া
-
ধ্বনির বিন্যাস
-
স্বর ও ব্যঞ্জনধ্বনির বৈশিষ্ট্য
-
ধ্বনিদল (phoneme clusters)
-
-
লক্ষ্য: লিখিত ভাষায় ধ্বনি কিভাবে প্রকাশ হয় তা বোঝা।
২. রূপতত্ত্ব (Morphology)
-
আলোচ্য বিষয়: শব্দ ও তার উপাদান
-
মূল বিষয়সমূহ:
-
শব্দ ও পদনির্মাণ
-
বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ ইত্যাদি
-
-
লক্ষ্য: ভাষার ক্ষুদ্রতম অর্থবোধক একক (রূপমূল) থেকে কিভাবে শব্দ তৈরি হয় তা বোঝা।
৩. বাক্যতত্ত্ব (Syntax)
-
আলোচ্য বিষয়: বাক্যের গঠন ও নির্মাণ
-
মূল বিষয়সমূহ:
-
পদ ও বর্গের বিন্যাস
-
বাক্যের রূপান্তর ও বাচ্য
-
উক্তি, কারক বিশ্লেষণ
-
বাক্যের উপাদান লোপ, যতিচিহ্ন ইত্যাদি
-
-
লক্ষ্য: বাক্য কীভাবে গঠিত হয় এবং বাক্যের অংশ কিভাবে কাজ করে তা বোঝা।
৪. অর্থতত্ত্ব (Semantics)
-
আলোচ্য বিষয়: শব্দ, বর্গ ও বাক্যের অর্থ
-
মূল বিষয়সমূহ:
-
বিপরীত শব্দ, প্রতিশব্দ
-
শব্দজোড়, বাগধারা
-
বাগার্থ (বা বাক্যের অর্থ)
-
-
লক্ষ্য: ভাষার অর্থ ও তা কিভাবে প্রয়োগ হয় তা বোঝা।
0
Updated: 2 months ago
কোনটি অর্ধস্বরধ্বনি?
Created: 1 month ago
A
[অ্যাঁ]
B
[উ]
C
[আ]
D
[অ]
অর্ধস্বরধ্বনি হলো সেই স্বরধ্বনি যা পূর্ণভাবে উচ্চারিত হয় না। বাংলা ভাষায় চারটি অর্ধস্বরধ্বনি রয়েছে: [ই], [উ], [এ] এবং [ও]। এগুলোকে টেনে বা দীর্ঘ করা যায় না।
অন্যদিকে, কিছু স্বরধ্বনি হলো:
-
মৌলিক স্বরধ্বনি: [আ], [অ]
-
অনুনাসিক স্বরধ্বনি: [অ্যাঁ]
0
Updated: 1 month ago
বাংলা অনুনাসিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
Created: 4 weeks ago
A
৫টি
B
৬টি
C
৭টি
D
৮টি
অনুনাসিক স্বরধ্বনি হলো সেই ধ্বনি, যেগুলোর উচ্চারণকালে মুখগহ্বরের পাশাপাশি নাসাগহ্বর দিয়েও বায়ু নির্গত হয়। সাধারণত মৌলিক স্বরধ্বনি উচ্চারণের সময় বায়ু শুধু মুখ দিয়ে বের হয় এবং কোমল তালু স্বাভাবিক অবস্থায় থাকে। কিন্তু যখন কোমল তালু সামান্য নিচে নেমে যায়, তখন কিছু বায়ু নাক দিয়েও বেরিয়ে আসে, ফলে ধ্বনিগুলো অনুনাসিক স্বরধ্বনিতে পরিণত হয়।
বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনির উপস্থিতি চিহ্নিত করার জন্য স্বরবর্ণের উপরে চন্দ্রবিন্দু (ঁ) ব্যবহার করা হয়।
মৌলিক স্বরধ্বনি (৭টি):
[ই], [এ], [অ্যা], [আ], [অ], [ও], [উ]
অনুনাসিক স্বরধ্বনি (৭টি):
[ইঁ], [এঁ], [অ্যাঁ], [আঁ], [অঁ], [ওঁ], [উঁ]
এইভাবে অনুনাসিকতা ধ্বনির উচ্চারণে একটি বিশেষ নাসিক গুণ যুক্ত করে, যা শব্দের ধ্বনিগত বৈচিত্র্য বৃদ্ধি করে।
0
Updated: 4 weeks ago