Who wrote The Tempest?
A
William Shakespeare
B
Christopher Marlowe
C
Ben Jonson
D
John Milton
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
"She has deceived her father, and may thee" is a warning given to Othello by whom?
Created: 1 month ago
A
The Duke
B
Iago
C
Emilia
D
Brabantio
এই লাইনটি নাটকে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি future tragedy-র ইঙ্গিত দেয়। Brabantio, যিনি Desdemona-র বাবা, এই কথাটি বলেন Act 1, Scene 3-এ। তিনি Duke-কে রাজি করাতে ব্যর্থ হন যে Othello এবং Desdemona-র বিয়ে বাতিল করে দেওয়া হোক। হতাশ ও পরাজিত Brabantio শেষমেশ Othello-কে একটি সতর্কবার্তা দেন।
-
Brabantio মনে করেন Desdemona তাকে প্রতারণা করেছে তার অনুমতি ছাড়াই পালিয়ে গিয়ে বিয়ে করার মাধ্যমে। এই ধারণা থেকেই তিনি আশঙ্কা প্রকাশ করেন যে Desdemona তার স্বামীকেও একইভাবে deceive করতে পারে।
-
এই লাইনটির significance বাড়ে কারণ Iago পরবর্তীতে একই চিন্তাকে ব্যবহার করে। Act 3, Scene 3-এ Iago Othello-কে মনে করিয়ে দেয়: "She did deceive her father, marrying you"।
-
এভাবে Iago Brabantio-র warning-কে পুনরাবৃত্তি করে Othello-র মনে সন্দেহ জাগিয়ে তোলে, যাতে Desdemona-র potential infidelity তার কাছে believable মনে হয়।
-
Brabantio-র anger থেকে বলা এই সতর্কবাণীই হয়ে যায় Othello-র মনে প্রথম seed of doubt, যেটিকে Iago ধীরে ধীরে nurture করে এক ভয়ঙ্কর jealousy-তে রূপান্তরিত করে।
অতএব, একটি আবেগপ্রবণ ও তিক্ত সতর্কবার্তাই নাটকের মূল tragedy-র শেকড় তৈরি করে।

0
Updated: 3 weeks ago
“I must be cruel only to be kind;
Thus bad begins, and worse remains behind.”
This famous line is taken from Shakespeare's play-
Created: 3 weeks ago
A
Hamlet
B
King Lear
C
Macbeth
D
Julius Caesar
“I must be cruel only to be kind; Thus bad begins, and worse remains behind.” এই বিখ্যাত উক্তিটি Shakespeare-এর tragedy ‘Hamlet’ থেকে নেওয়া। Hamlet ইংরেজি সাহিত্যের অন্যতম সেরা tragedy, যা ৫টি acte বিশিষ্ট এবং ১৫৯৯–১৬০১ সালের মধ্যে রচিত, প্রকাশিত ১৬০৩ সালে। কাহিনীর কেন্দ্রীয় চরিত্র Hamlet, যিনি Denmark-এর prince, জার্মানি থেকে ফিরে আসে তাঁর বাবার শেষকৃত্যে অংশগ্রহণ করতে। ফিরে এসে জানতে পারে, তার চাচা Claudius তার মাকে বিয়ে করেছে এবং এই চাচাই তার বাবার খুনী। সত্য উদঘাটনের পর নানা ঘটনা এবং সংকটের মধ্য দিয়ে tragedy-এর কাহিনী এগিয়ে যায় এবং শেষাংশে Hamlet-এর মৃত্যু দিয়ে সমাপ্ত হয়।
-
মূল চরিত্রসমূহ:
-
Hamlet
-
Ophelia
-
Claudius
-
Gertrude
-
Horatio (Hamlet-এর বিশ্বস্ত বন্ধু)
-
Polonius (Ophelia-এর পিতা)
-
Laertes (Ophelia-এর ভাই)
-
-
বিখ্যাত উক্তি:
-
“To be or not to be that is the question.”
-
“Frailty, thy name is woman.”
-
“Brevity is the soul of wit.”
-
“Listen to many, speak to a few.”
-
“Though this be madness, yet there is method in't.”
-
“Conscience does make cowards of us all.”
-
“One may smile, and smile, and be a villain.”
-
“There's a divinity that shapes our ends, Rough-hew them how we will.”
-
“There is nothing either good or bad, but thinking makes it so.”
-
“There are more things in heaven and earth, Horatio, Than are dreamt of in your philosophy.”
-
-
William Shakespeare (1564–1616):
-
English poet, dramatist এবং actor
-
English National Poet; জন্মস্থান: Stratford-upon-Avon (Bard of Avon বা Swan of Avon)
-
সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকারদের মধ্যে অন্যতম
-
সাহিত্যকর্ম: ৩৭টি play, ১৫৪টি sonnet, long narrative poems
-
প্রধানত drama এবং sonnet-এর জন্য পরিচিত
-
-
প্রখ্যাত নাটকসমূহ:
-
Hamlet
-
Julius Caesar
-
Othello
-
King Lear
-
Macbeth
-
As You Like It
-
Measure for Measure
-
Much Ado About Nothing
-
A Midsummer Night’s Dream
-
All’s Well That Ends Well
-
Antony and Cleopatra
-
Richard III
-
The Taming of the Shrew
-
The Tempest
-

0
Updated: 3 weeks ago
Before Prospero's arrival, who imprisoned the spirit Ariel in a cloven pine?
Created: 1 month ago
A
Caliban
B
The goddess Diana
C
The witch Sycorax
D
Alonso, King of Naples
• Act 1, Scene 2-এ প্রসপেরো অ্যারিয়েলকে তার অতীত কষ্টের কথা স্মরণ করিয়ে দেন, যাতে সে তার আদেশ মানে। তিনি বর্ণনা করেন কীভাবে "দূষিত জাদুকরী সাইকোর্যাক্স," যিনি কালিবানের মা এবং দ্বীপের পূর্ববর্তী শাসক ছিলেন, অ্যারিয়েলকে একটি "দ্বিখণ্ডিত পাইন" গাছের মধ্যে বন্দী করেছিলেন।
সাইকোর্যাক্স অ্যারিয়েলকে শাস্তি দিয়েছিলেন কারণ সে একটি আত্মা হিসেবে তার "মাটির ও ঘৃণ্য আদেশ" পালন করার জন্য "অত্যন্ত সূক্ষ্ম" ছিল। প্রসপেরোই শেষ পর্যন্ত অ্যারিয়েলকে খুঁজে বের করেন এবং গাছ থেকে মুক্তি দেন, যার কারণে অ্যারিয়েল এখন প্রসপেরোর আদেশ মানতে বাধ্য।

0
Updated: 3 weeks ago