জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদ কত সময়ের জন্য?
A
১ বছর
B
২ বছর
C
৪ বছর
D
৫ বছর
উত্তরের বিবরণ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মোট ১৫ জন সদস্য থাকে। এর মধ্যে ৫ জন স্থায়ী সদস্য — যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া ও চীন — এবং ১০ জন অস্থায়ী সদস্য।
অস্থায়ী সদস্যদের মেয়াদ দুই বছর, এবং তাদের নির্বাচন করে জাতিসংঘের সাধারণ পরিষদ (UN General Assembly)। মেয়াদ শেষে কোনো দেশ সঙ্গে সঙ্গে পুনর্নির্বাচিত হতে পারে না।
এই অস্থায়ী সদস্যরা অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্বের নীতি অনুসারে নির্বাচিত হয়, যেমন —
-
আফ্রিকা: ৩টি আসন
-
এশিয়া-প্যাসিফিক: ২টি আসন
-
ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চল: ২টি আসন
-
পশ্চিম ইউরোপ ও অন্যান্য রাষ্ট্র: ২টি আসন
-
পূর্ব ইউরোপ: ১টি আসন
এভাবে নিরাপত্তা পরিষদে বিশ্বের বিভিন্ন অঞ্চলের ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব নিশ্চিত করা হয়।
0
Updated: 4 hours ago
জাতিসংঘের মূল অঙ্গসংস্থা কতটি?
Created: 1 month ago
A
৪টি
B
৫টি
C
৬টি
D
৭টি
জাতিসংঘ (United Nations):
-
বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক সংস্থা।
-
জাতিপুঞ্জের (League of Nations) উত্তরসূরী।
-
প্রতিষ্ঠা: ১৯৪৫ সালের ২৪ অক্টোবর, জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার মাধ্যমে।
-
সনদ স্বাক্ষর: ২৬ জুন ১৯৪৫, সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
-
প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫১টি।
-
বর্তমান সদস্য (জুলাই ২০২৫): ১৯৩টি।
-
সর্বশেষ সদস্য: দক্ষিণ সুদান।
-
বর্তমান মহাসচিব (সেপ্টেম্বর ২০২৫): আন্তোনিও গুতেরেস।
-
সদর দপ্তর: ম্যানহাটন, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
-
দাপ্তরিক ভাষা: ৬টি — ইংরেজি, ফ্রেঞ্চ, চীনা, রুশ, স্প্যানিশ, আরবি।
-
কার্যকরী দাপ্তরিক ভাষা: ২টি — ইংরেজি ও ফ্রেঞ্চ।
জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থা (Principal Organs):
-
সাধারণ পরিষদ (General Assembly)
-
নিরাপত্তা পরিষদ (Security Council)
-
অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (Economic and Social Council – ECOSOC)
-
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (International Court of Justice – ICJ)
-
অছি পরিষদ (Trusteeship Council)
-
জাতিসংঘ সচিবালয় (UN Secretariat)
0
Updated: 1 month ago
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন?
Created: 1 month ago
A
এস এ করিম
B
সালাহউদ্দিন নোমান চৌধুরী
C
ইসমাত জাহান
D
ড. এ কে আব্দুল মোমেন
জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব শুরু হয় স্বাধীনতার পরপরই, যখন দেশটি বিশ্ব কূটনৈতিক অঙ্গনে নিজের অবস্থান প্রতিষ্ঠা করতে শুরু করে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিরা দেশকে আন্তর্জাতিক পরিসরে প্রতিনিধিত্ব করে আসছেন এবং বৈশ্বিক শান্তি, উন্নয়ন ও মানবাধিকার সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
-
জাতিসংঘে নিযুক্ত প্রথম স্থায়ী প্রতিনিধি: এস. এ. করিম (১৮ সেপ্টেম্বর, ১৯৭৪)
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধিদের ক্রমক্রমিক তালিকা:
-
১ম: এস. এ. করিম
-
২য়: কে. এম. কায়সার
-
৩য়: খাজা ওয়াসিউদ্দিন
-
৪র্থ: বি. এ. সিদ্দিকী
-
৫ম: আতাউল করিম
-
৬ষ্ঠ: এ. এইচ. জি. মহিউদ্দিন
-
৭ম: মোহাম্মদ মহসিন
-
৮ম: হুমায়ুন কবির
-
৯ম: রিয়াজ রহমান
-
১০ম: আনোয়ারুল করিম চৌধুরী
-
১১তম: ইফতেখার আহমেদ চৌধুরী
-
১২তম: ইসামত জাহান (১৮ জুন, ২০০৭ — প্রথম নারী প্রতিনিধি)
-
১৩তম: এ. কে. আব্দুল মোমেন
-
১৪তম: মাসুদ বিন মোমেন
-
১৫তম: রাবাব ফাতিমা
-
১৬তম: মুহাম্মদ আবদুল মুহিত
-
১৭তম: সালাহউদ্দিন নোমান চৌধুরী (বর্তমান স্থায়ী প্রতিনিধি)
জাতিসংঘ ও বাংলাদেশের সম্পর্ক:
-
বাংলাদেশের জাতিসংঘ সদস্যপদ লাভের তারিখ: ১৭ সেপ্টেম্বর, ১৯৭৪ (২৯তম অধিবেশন)
-
সদস্য হিসেবে ক্রম: ১৩৬তম দেশ
-
বাংলাদেশকে প্রথম স্বাগত জানায়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)
-
জাতিসংঘ বাজেটে বাংলাদেশের চাঁদার হার: ০.০১ শতাংশ
0
Updated: 1 month ago
জাতিসংঘের পতাকার রং কী?
Created: 1 month ago
A
সবুজ ও সাদা
B
নীল ও সাদা
C
লাল ও সাদা
D
নীল ও সবুজ
জাতিসংঘের পতাকা হলো সারা বিশ্বের মানুষের জন্য শান্তি ও একাত্মতার প্রতীক।
-
গৃহীত: ৭ ডিসেম্বর ১৯৪৬
-
রঙ: নীল ও সাদা
-
ডিজাইন: জমিন নীল, মাঝখানে পৃথিবীর মানচিত্র, দুই পাশে সাদা জলপাই গাছের ডাল
-
প্রতীকী অর্থ:
-
জলপাই পাতার ডাল: শান্তি
-
নীল রং: যুদ্ধের লাল রঙের বিপরীতে শান্তি
-
-
ডিজাইন দলের নেতৃত্ব: অলিভার লিঙ্কন লুন্ডকুইস্ট
0
Updated: 1 month ago