Who is the magician in The Tempest?
A
Prospero
B
Caliban
C
Ariel
D
Ferdinand
উত্তরের বিবরণ

0
Updated: 2 months ago
Who poisons Othello’s mind against Desdemona?
Created: 1 month ago
A
Cassio
B
Brabantio
C
Iago
D
Roderigo
ইয়াগো ষড়যন্ত্র করে ওথেলোর মনে সন্দেহ জাগায় যে দেশডিমোনা কাসিওর সঙ্গে অবিশ্বস্ত। এই ঈর্ষা থেকেই ট্র্যাজেডি শুরু হয়।

0
Updated: 1 month ago
Somnambulism” can be related to which character?
Created: 3 weeks ago
A
Hamlet
B
Miranda
C
Lady Macbeth
D
Banquo
Somnambulism হলো sleepwalking-এর মেডিক্যাল টার্ম। Act 5, Scene 1-এ, একটি doctor এবং gentlewoman Lady Macbeth-কে sleepwalking এবং sleep-talking করতে দেখেন। সে তার হাত থেকে কাল্পনিক রক্ত মুছার চেষ্টা করছে, যা তার guilt বা অপরাধবোধের প্রতিফলন।
-
Somnambulism মানে মানুষের অবচেতনে হাঁটা বা ঘুমন্ত অবস্থায় চলাফেরা।
-
Lady Macbeth যখন ঘুমের মধ্যে রক্ত মুছার চেষ্টা করছে, এটি প্রমাণ করছে যে সে মানসিক কষ্ট এবং হত্যার অপরাধবোধ অনুভব করছে।
-
Doctor এবং gentlewoman-র পর্যবেক্ষণ দেখায় তার মনের অস্থিরতা এবং অপরাধের চাপ তার উপর কতটা প্রভাব ফেলেছে।

0
Updated: 3 weeks ago
Who is the daughter of King Lear?
Created: 1 month ago
A
Desdemona
B
Cordelia
C
Ophelia
D
Rosalind
King Lear
-
রচনা: William Shakespeare, 5-act tragedy (1605–06 লেখা, 1608 প্রকাশ)।
-
মূল কাহিনি: বৃদ্ধ রাজা King Lear তার তিন কন্যার মধ্যে রাজ্য ভাগ করার সিদ্ধান্ত নেন।
-
কন্যারা: Goneril, Regan, Cordelia।
-
Cordelia সত্যবাদী ও চাটুকারিতা এড়িয়ে চলে; King Lear তাকে বিতাড়িত করে।
-
ট্র্যাজেডি মূলত সত্যবাদিতা, অহং, প্রতিশোধ ও পারিবারিক দ্বন্দ্ব নিয়ে।
Important Characters:
King Lear, Goneril, Regan, Cordelia, Edmund, Edgar।
Famous Quotations:
-
"How sharper than a serpent's tooth it is To have a thankless child!"
-
"Nothing will come of nothing: speak again."
-
"I am a man more sinned against than sinning."
-
"Speak what we feel, not what we ought to say."
William Shakespeare
-
জন্ম: 23 April 1564, Stratford-upon-Avon। মৃত্যু: 23 April 1616।
-
পরিচয়: English poet, dramatist, actor; Bard of Avon, founder of Globe Theatre (1599)।
-
সাহিত্যিক রচনা: 37 plays, 154 sonnets।

0
Updated: 1 month ago