‘বাবুল পড়ে’ এ বাক্যে ‘পড়ে’ কোন ক্রিয়া?
A
সকর্মক
B
সমাপিকা
C
অসমাপিকা
D
অকর্মক
উত্তরের বিবরণ
‘বাবুল পড়ে’ বাক্যে ‘পড়ে’ হলো অকর্মক ক্রিয়া, কারণ এখানে ক্রিয়াটি কোনো কর্ম বা বস্তু ছাড়াই সম্পূর্ণ হয়েছে।
-
অকর্মক ক্রিয়া হলো এমন ক্রিয়া যার জন্য সরাসরি কোনো কর্ম বা উদ্দেশ্য প্রয়োজন হয় না।
-
বাক্যে ‘বাবুল পড়ে’—ক্রিয়াটি স্বতঃসিদ্ধ এবং কোনো বস্তুতে প্রভাবিত হয় না।
-
অন্য ক্রিয়ার ধরন যেমন সকর্মক ক্রিয়ায় সরাসরি কোনো বস্তু প্রয়োজন।
-
‘সমাপিকা’ বা ‘অসমাপিকা’ ক্রিয়ার ক্ষেত্রে কার্য সম্পন্ন হওয়া বা না হওয়া বোঝানো হয়।
-
যেহেতু এখানে ক্রিয়াটি নিজেই পূর্ণ, তাই এটি স্পষ্টভাবে অকর্মক ক্রিয়া।
0
Updated: 4 hours ago