সাধারণ অনুসর্গ:
-
যেসব অনুসর্গ ক্রিয়া ছাড়া অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
উদাহরণ: -
উপর: মাথার উপরে নীল আকাশ।
-
কাছে: কার কাছে গেলে জানা যাবে?
ক্রিয়াজাত অনুসর্গ:
-
যেসব অনুসর্গ ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়।
উদাহরণ: -
করে: ভালো করে খেয়ে নাও।
-
দিয়ে: মন দিয়ে পড়ালেখা করা দরকার।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২২ সংস্করণ)।