'বেল্ট অ্যান্ড রোড' কার্যক্রম শুরু হয়-
A
২০০০ সাল
B
২০০১ সাল
C
২০১৩ সাল
D
২০১৬ সাল
উত্তরের বিবরণ
বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI):
চীনের বৈশ্বিক উন্নয়ন ও অবকাঠামোগত প্রকল্প, যা ২০১৩ সালে প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন। লক্ষ্য ছিল প্রাচীন সিল্ক রোডের আদলে বাণিজ্য, অবকাঠামো ও সাংস্কৃতিক সংযোগ বৃদ্ধি করা। এটি দুই ভাগে বিভক্ত—
১। Silk Road Economic Belt: স্থলপথে বাণিজ্য নেটওয়ার্ক।
২। 21st Century Maritime Silk Road: সমুদ্রপথে বাণিজ্য সংযোগ।
এই উদ্যোগে চীন এশিয়া, আফ্রিকা ও ইউরোপসহ ১৫০টিরও বেশি দেশে বন্দর, সড়ক, রেলপথ, জ্বালানি ও যোগাযোগ খাতে বিনিয়োগ করছে। প্রকল্পটি বিশ্বের প্রায় ৬০% জনসংখ্যা ও ৪০% বৈশ্বিক অর্থনীতিকে সংযুক্ত করেছে।
0
Updated: 7 hours ago
মন্ট্রিল প্রটোকলের কোন সংশোধনীতে HFCs এর উৎপাদন এবং ব্যবহার কমিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়?
Created: 2 months ago
A
লন্ডন সংশোধনী
B
কোপেনহেগেন সংশোধনী
C
কিগালি সংশোধনী
D
বেইজিং সংশোধনী
আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলী
আন্তর্জাতিক রাজনৈতিক সংস্থা
আন্তর্জাতিক রেড ক্রস
মনট্রিল প্রটোকল
সাম্রাজ্যের পতন
মন্ট্রিল প্রটোকল (Montreal Protocol)
-
পূর্ণরূপ: The Montreal Protocol on Substances that Deplete the Ozone Layer
-
সংজ্ঞা: মন্ট্রিল প্রটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি, যার মূল লক্ষ্য ওজোন স্তর ক্ষয়কারী পদার্থের (ODS – Ozone Depleting Substances) উৎপাদন ও ব্যবহার বন্ধ করা।
-
প্রধান আলোচ্য বিষয়: ওজোন স্তরের সুরক্ষা।
গুরুত্বপূর্ণ তথ্যসমূহ
-
চুক্তি গৃহীত হয়: ১৬ সেপ্টেম্বর, ১৯৮৭
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ১৯৮৯
-
চুক্তি স্বাক্ষরের স্থান: মন্ট্রিল, কানাডা
-
চুক্তি স্বাক্ষরকারী দেশ: ২০০টি
-
চুক্তি অনুমোদনকারী দেশ: ১৯৮টি
সংশোধনীসমূহ (Amendments)
-
London Amendment – 1990
-
Copenhagen Amendment – 1992
-
Vienna Amendment – 1995
-
Montreal Amendment – 1997
-
Beijing Amendment – 1999
-
Kigali Amendment – 2016
কিগালি সংশোধনী (Kigali Amendment)
-
গৃহীত হয়: ১৫ অক্টোবর, ২০১৬
-
কার্যকর হয়: ১ জানুয়ারি, ২০১৯
-
স্থান: কিগালি, রুয়ান্ডা
-
লক্ষ্য:
-
হাইড্রোফ্লুরোকার্বন (HFCs) এর ব্যবহার ধাপে ধাপে হ্রাস করা
-
বৈশ্বিক উষ্ণায়ন কমানো
-
পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যতের দিকে অগ্রসর হওয়া
-
-
ফলাফল: আগামী ৩০ বছরের মধ্যে দেশগুলো HFCs-এর উৎপাদন ও ব্যবহার প্রায় ৮০%–৮৫% পর্যন্ত কমিয়ে আনবে।
উৎস:
i) UNEP (United Nations Environment Programme)
ii) Ozone Secretariat
0
Updated: 2 months ago
হিটলারের শাসনামলে 'গোপন পুলিশ বাহিনী' হিসেবে পরিচিত ছিল—
Created: 2 months ago
A
এস.এস
B
সীমান্ত বাহিনী
C
স্টর্ম ট্রুপার
D
গেস্টাপো
অ্যাডলফ হিটলার
-
জন্ম: এপ্রিল ১৮৮৯, ব্রাউনাউ, অস্ট্রিয়া।
-
রাজনৈতিক দল: নাৎসী (Nazi) পার্টি।
-
পদ: জার্মানির চ্যান্সেলর (১৯৩৩–১৯৪৫)।
-
উক্তি: “যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন”।
-
গোপন পুলিশ বাহিনী: গেস্টাপো।
-
মৃত্যু: ৩০ এপ্রিল ১৯৪৫, আত্মহত্যার মাধ্যমে।
উৎস: Britannica.com
0
Updated: 2 months ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট
0
Updated: 2 months ago