চীন-ভারত যুদ্ধ কত সালে সংঘটিত হয়?
A
১৯৫৯
B
১৯৬০
C
১৯৬২
D
১৯৬৩
উত্তরের বিবরণ
চীন ও ভারতের মধ্যে যুদ্ধটি ঘটে ১৯৬২ সালে। এর মূল কারণ ছিল হিমালয় অঞ্চলের সীমান্তসংক্রান্ত বিরোধ। দুই দেশের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) নিয়ে দীর্ঘদিনের মতভেদ ছিল—বিশেষ করে অরুণাচল প্রদেশ (তৎকালীন নে ফা) এবং আকসাই চিন এলাকায়। সীমান্ত উত্তেজনা ক্রমে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। সে সময় ভারত যথেষ্ট প্রস্তুত ছিল না, ফলে চীনা বাহিনী দ্রুত অগ্রসর হয়। প্রায় এক মাস যুদ্ধ চলার পর চীন একতরফাভাবে যুদ্ধবিরতি ঘোষণা করে এবং তাদের সেনা প্রত্যাহার করে নেয়।
0
Updated: 7 hours ago
পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি (TPNW) স্বাক্ষরকারী দেশ কয়টি? [আগস্ট, ২০২৫]
Created: 2 months ago
A
৯০টি
B
৯৪টি
C
৮৭টি
D
৮৫টি
সংক্ষেপে:
TPNW বা Treaty on the Prohibition of Nuclear Weapons হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা পারমাণবিক অস্ত্রের উৎপাদন, মজুত, ব্যবহার ও হুমকি সম্পূর্ণ নিষিদ্ধ করে।
-
স্বাক্ষর: ২০ সেপ্টেম্বর ২০১৭, নিউইয়র্ক
-
কার্যকর: ২২ জানুয়ারি ২০২১
-
স্বাক্ষরকারী দেশ: ৯৪টি, অনুমোদনকারী: ৭৩টি
-
পারমাণবিক রাষ্ট্র বা কিছু দেশ স্বাক্ষর করেনি
-
লক্ষ্য: পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব ও নিরস্ত্রীকরণ প্রচেষ্টা শক্তিশালী করা
বাংলাদেশও ২০১৭ সালে স্বাক্ষর এবং ২০১৯ সালে অনুমোদন করেছে।
0
Updated: 2 months ago
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি? [আগস্ট,২০২৫]
Created: 2 months ago
A
যুক্তরাজ্য
B
ভারত
C
ফ্রান্স
D
জার্মানি
পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি (CTBT)
-
পূর্ণরূপ: Comprehensive Nuclear-Test-Ban Treaty
-
স্বাক্ষর: ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬, নিউইয়র্ক
-
স্বাক্ষরকারী দেশ: ১৮৭টি
-
অনুমোদনকারী দেশ: ১৭৮টি
-
স্বাক্ষর করেনি: ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া
-
স্বাক্ষর করে অনুমোদন দেয়নি: চীন, মিশর, ইরান, ইসরায়েল, রাশিয়া, যুক্তরাষ্ট্র
-
বাংলাদেশের অংশগ্রহণ: স্বাক্ষর ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬
গুরুত্বপূর্ণ তথ্য:
-
চুক্তি কার্যকর হতে হলে Annex 2 দেশগুলোর মধ্যে ৪৪টি দেশের স্বাক্ষর ও অনুমোদন প্রয়োজন।
-
এই দেশগুলোর মধ্যে ৯টি এখনও অনুমোদন দেয়নি।
-
এর মধ্যে রাশিয়া ২০২৩ সালে অনুমোদন প্রত্যাহার করেছে।
-
ফলে, চুক্তিটি এখনও কার্যকর হয়নি কারণ প্রয়োজনীয় সংখ্যক দেশ অনুমোদন দেয়নি।
উৎস: CTBTO ওয়েবসাইট
0
Updated: 2 months ago
কত সালে 'Central Treaty Organization' চুক্তি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়?
Created: 1 month ago
A
২০২৫ সালে
B
১৯৮৯ সালে
C
২০২৪ সালে
D
১৯৭৯ সালে
Central Treaty Organization:
- CENTO এর পূর্ণরূপ: Central Treaty Organization.
- CENTO একটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা চুক্তি, যা বাগদাদ চুক্তি (Baghdad Pact) নামেও পরিচিত।
- এই চুক্তি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- চুক্তির মূল উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়ন এবং কমিউনিস্ট প্রভাব থেকে মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়াকে সুরক্ষা প্রদান করা।
- CENTO-এর সদস্য দেশগুলো ছিল: ইরান, ইরাক, তুরস্ক, পাকিস্তান, যুক্তরাজ্য।
- সদরদপ্তর: আঙ্কারা, তুরস্ক।
এছাড়াও,
- ১৯৫৯ সালের আগে পর্যন্ত এই সংস্থার সদরদপ্তর ছিল ইরাকের বাগদাদে।
- ইরাক ১৯৫৯ সাল সদস্যপদ প্রত্যাহার করে নেয়, ফলে সদরদপ্তর বাগদাদ থেকে তুরস্কের আঙ্কারায় স্থানান্তর করা হয়।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লব সংঘটিত হয় এবং শাহ-এর পতনের পর দেশটি এই সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়।
- CENTO আনুষ্ঠানিকভাবে ১৯৭৯ সালে বিলুপ্ত হয়।
0
Updated: 1 month ago