A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
উত্তরের বিবরণ
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 4 weeks ago
কোনটি সংস্কৃত শব্দ?
Created: 1 week ago
A
ধৰ্ম
B
টোপর
C
ডিঙা
D
ইমান
শব্দের উৎসভিত্তিক উদাহরণ
সংস্কৃত শব্দ: ধৰ্ম → বিশেষ্য পদ।
অর্থ: ঈশ্বর ও উপাসনাপদ্ধতির বিষয়ে মতবাদ।
আরবি শব্দ: ইমান।
বাংলা শব্দ: ডিঙা।
দেশি শব্দ: টোপর।

0
Updated: 1 week ago
সমাস ভাষাকে কী করে?
Created: 1 month ago
A
সংক্ষেপ করে
B
বিস্তৃত করে
C
অর্থপূর্ণ করে
D
অর্থের রূপান্তর ঘটায়
● সমাস কী?
-
সমাস হলো এমন একটি প্রক্রিয়া, যেখানে একাধিক শব্দকে মিলিয়ে একটি নতুন, ছোট অথচ অর্থপূর্ণ শব্দ তৈরি করা হয়।
-
‘সমাস’ শব্দের মানে হলো সংক্ষেপ বা একত্রে মিলন।
-
সমাসের মূল কাজ হলো ভাষাকে ছোট করে সহজ করা এবং নতুন অর্থ তৈরি করা।
-
সমাস নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে, বিশেষ করে শব্দ ও রূপতত্ত্ব অংশে।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।

0
Updated: 1 month ago
'পুষ্পসৌরভ' কোন সমাসের উদাহরণ?
Created: 15 hours ago
A
তৎপুরুষ
B
কর্মধারয়
C
অব্যয়ীভাব
D
বহুব্রীহি
ষষ্ঠী তৎপুরুষ সমাস
যখন পূর্বপদের “র/এর” বিভক্তি weg掉 (লুপ্ত) হয়ে পরের পদে যুক্ত হয়, তখন যে সমাস গঠিত হয় তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
🔹 যেমন:
-
পুষ্পের সৌরভ → পুষ্পসৌরভ (ষষ্ঠী তৎপুরুষ সমাস)
আরও কিছু উদাহরণ
-
ছাগীর দুগ্ধ → ছাগদুগ্ধ
-
গৃহের কর্তা → গৃহকর্তা
-
অশ্বের পদ → অশ্বপদ
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ারের ঘাট → খেয়াঘাট
এগুলো ছাড়াও জনগণ, ছাত্রসমাজ, দেশসেবা, বিড়ালছানা ইত্যাদিও ষষ্ঠী তৎপুরুষ সমাসের অন্তর্গত।
উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 15 hours ago