ভারত কর্তৃক সিকিম সংযুক্ত হয়?
A
১৯৭০
B
১৯৭২
C
১৯৭৫
D
১৯৭৭
উত্তরের বিবরণ
সিকিম ১৯৭৫ সালে ভারতের সঙ্গে যুক্ত হয়। এর আগে এটি ছিল ভারতের সুরক্ষাধীন একটি স্বাধীন রাজ্য বা protectorate state। ১৯৭৫ সালের ১৬ মে অনুষ্ঠিত গণভোটে সিকিমের অধিকাংশ জনগণ ভারতের অন্তর্ভুক্তির পক্ষে মত দেয়। পরবর্তীতে ভারত সরকার সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সিকিমকে দেশের ২২তম রাজ্য হিসেবে ঘোষণা করে। সিকিমের রাজধানী গ্যাংটক, এবং এখানেই অবস্থিত ভারতের সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘা।
0
Updated: 9 hours ago
কোন চুক্তির মাধ্যমে Thirty years' war শেষ হয়েছিল?
Created: 1 month ago
A
ভার্সাই চুক্তি
B
লুজান চুক্তি
C
প্যারিস চুক্তি
D
ওয়েস্টফেলিয়া চুক্তি
ত্রিশ বছরের যুদ্ধ ছিল একটি দীর্ঘমেয়াদি যুদ্ধের সিরিজ, যা ধর্মীয়, রাজবংশীয়, আঞ্চলিক এবং বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বিতাসহ নানা কারণে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে সংঘটিত হয়।
-
যুদ্ধের ধ্বংসাত্মক অভিযান ইউরোপের বেশিরভাগ অংশ জুড়ে ছড়িয়ে পড়েছিল।
-
যুদ্ধ শেষ হয় ১৬৪৮ সালে ওয়েস্টফালিয়া চুক্তির মাধ্যমে, যা ইউরোপের মানচিত্রকে অপরিবর্তনীয়ভাবে পরিবর্তন করে।
ওয়েস্টফেলিয়া চুক্তি:
-
চুক্তি স্বাক্ষরিত হয় ১৬৪৮ সালে, স্থান: ওয়েস্টফেলিয়া, জার্মানি।
-
স্বাক্ষরিত হয় প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিকদের মধ্যে।
-
চুক্তির মাধ্যমে পবিত্র রোমান সাম্রাজ্যের ত্রিশ বছরের যুদ্ধ এবং স্পেন ও ডাচ প্রজাতন্ত্রের মধ্যে আশি বছরের যুদ্ধের অবসান ঘটে।
-
এটি ইউরোপের আর্থ-সামাজিক, ধর্ম এবং রাজনৈতিক পরিস্থিতি পুনঃসংগঠিত করার ভিত্তি স্থাপন করে।
0
Updated: 1 month ago
কোন দুটি দেশের মধ্যে শতবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল?
Created: 1 month ago
A
ফ্রান্স-জার্মানি
B
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
C
ইংল্যান্ড ও ফ্রান্স
D
যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন
শতবর্ষ যুদ্ধ হলো ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে সংঘটিত দীর্ঘকালীন যুদ্ধ, যা চলেছিল ১৩৩৭ সাল থেকে ১৪৫৩ সাল পর্যন্ত।
মূল তথ্য:
-
যুদ্ধের সূচনা: ইংল্যান্ডের রাজা তৃতীয় এডওয়ার্ড ফ্রান্সের সিংহাসনের দাবিতে
-
ফ্রান্সের সেনাপতি: জোয়ান অব আর্ক
-
ফলাফল: বিজয়ী ফ্রান্স
উৎস:
0
Updated: 1 month ago
কমনওয়েলথ কী ধরনের সংগঠন?
Created: 2 months ago
A
সামরিক জোট
B
অর্থনৈতিক সংস্থা
C
পরিবেশ বিষয়ক ফোরাম
D
ব্রিটিশ উপনিবেশভুক্ত দেশগুলোর সংস্থা
কমনওয়েলথ (Commonwealth)
-
সংজ্ঞা ও ইতিহাস:
-
অতীতে ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত স্বাধীন দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা।
-
কমনওয়েলথ গঠনের ধারণা: ১৯২৬
-
আধুনিক কমনওয়েলথ প্রতিষ্ঠা: ১৯৪৯
-
-
সাধারণ তথ্য:
-
সদর দপ্তর: লন্ডন
-
দাপ্তরিক ভাষা: ইংরেজী
-
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ (আগস্ট, ২০২৫ অনুযায়ী)
-
সর্বোচ্চ জনসংখ্যা: ভারত
-
আয়তনের ভিত্তিতে বৃহত্তম দেশ: কানাডা
-
-
বিশেষ তথ্য:
-
ব্রিটিশ উপনিবেশে না থাকা সদস্য দেশসমূহ: মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন, টোগো
-
পাকিস্তান: ১৯৭২ সালে ত্যাগ, ১৯৮৯ সালে পুনরায় যোগ
-
দক্ষিণ আফ্রিকা: ১৯৬১ সালে ত্যাগ, ১৯৯৪ সালে পুনরায় যোগ
-
বাংলাদেশ: ১৯৭২ সালে যোগ, কমনওয়েলথের ৩২তম সদস্য
-
উৎস: Commonwealth ওয়েবসাইট
0
Updated: 2 months ago