TIFA-এর পূর্ণরূপ কী?
A
Trade for International Finance Agreement
B
Treaty for International Form America
C
Trade and Investment Framework Agreement
D
Trade and Investment form America
উত্তরের বিবরণ
TIFA এর পূর্ণরূপ হলো Trade and Investment Framework Agreement। এটি একটি কাঠামোগত চুক্তি, যার উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বৃদ্ধি করা। সাধারণত TIFA কে FTA (Free Trade Agreement)-এর পূর্বধাপ হিসেবে বিবেচনা করা হয়। এই চুক্তির মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলো বাণিজ্যনীতি, বাজারে প্রবেশাধিকার, মেধাস্বত্ব এবং বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনার সুযোগ পায়।
উদাহরণ হিসেবে বলা যায়, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৩ সালে TIFA চুক্তি স্বাক্ষরিত হয়, যার মূল লক্ষ্য ছিল দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও শক্তিশালী করা।
0
Updated: 9 hours ago
সম্প্রতি, কোন দেশ বাংলাদেশ থেকে পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে? [আগস্ট, ২০২৫]
Created: 1 month ago
A
চীন
B
ভারত
C
পাকিস্তান
D
যুক্তরাষ্ট্র
১১ আগস্ট, ২০২৫ ভারত বাংলাদেশ থেকে চার ধরনের পাটপণ্য আমদানিতে বিধিনিষেধ আরোপ করেছে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশের পাটপণ্য রপ্তানির ধরন ও পথে পরিবর্তন এসেছে।
-
বিধিনিষেধ প্রযোজ্য পণ্যগুলো হলো:
-
পাট ও পাটজাতীয় পণ্যের কাপড়
-
পাটের দড়ি বা রশি
-
পাটজাতীয় পণ্য দিয়ে তৈরি দড়ি বা রশি
-
পাটের বস্তা বা ব্যাগ
-
-
নতুন বিধিনিষেধ অনুযায়ী, এসব পণ্য ভারতে রপ্তানি করতে হলে সমুদ্রপথে মুম্বাইয়ের নভসেবা বন্দর ব্যবহার করতে হবে।
-
বর্তমানে, বাংলাদেশ থেকে ভারতে এসব পণ্যের যে পরিমাণ রপ্তানি হয়, তার মাত্র ১ শতাংশ সমুদ্রপথে যায়, বাকিটা স্থলপথে রপ্তানি হয়।
উল্লেখযোগ্যভাবে, ভারত বাংলাদেশের ভোগ্যপণ্যের বড় বাজার।
-
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশ ভারতে মোট ১৫৭ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে।
-
বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৩.৭৫ শতাংশ আসে ভারতের বাজার থেকে।
-
অন্যদিকে, ভারত বাংলাদেশ থেকে ৯০০ কোটি ডলারের পণ্য আমদানি করে, যার বড় অংশ শিল্পের কাঁচামাল ও মধ্যবর্তী পণ্য।
0
Updated: 1 month ago
CIRDAP-এর কার্যক্রম কোন অঞ্চলের জন্য প্রযোজ্য?
Created: 2 months ago
A
আফ্রিকা অঞ্চল
B
ইউরোপ অঞ্চল
C
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
D
ল্যাটিন আমেরিকা
আন্তর্জাতিক বিষয়াবলি
CIRDAP-Centre on Integrated Rural Development for Asia and the Pacific
আন্তর্জাতিক বিষয়াবলী
CIRDAP (Centre on Integrated Rural Development for Asia and the Pacific)
-
প্রকার ও কার্যক্রম:
-
আঞ্চলিক, আন্তঃসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থা
-
কার্যক্রম এলাকা: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল
-
লক্ষ্য: সমন্বিত গ্রামীণ উন্নয়ন বাস্তবায়নে সহায়তা
-
-
ইতিহাস ও প্রতিষ্ঠা:
-
প্রতিষ্ঠা: ৬ জুলাই, ১৯৭৯
-
প্রতিষ্ঠার উদ্যোগ: এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় দেশসমূহের উদ্যোগে, FAO-এর সহায়তায়
-
-
সদস্য দেশসমূহ:
-
প্রাথমিক সদস্য: ৬টি দেশ
-
বর্তমান সদস্য: ১৫টি দেশ (আগস্ট, ২০২৫)
-
সদস্য দেশসমূহ: আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভিয়েতনাম
-
উৎস: CIRDAP ওয়েবসাইট
0
Updated: 2 months ago
'পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন' গ্রন্থের লেখক কে?
Created: 1 month ago
A
অধ্যাপক আব্দুর রাজ্জাক
B
অধ্যাপক আনিসুজ্জামান
C
অধ্যাপক নজরুল ইসলাম
D
অধ্যাপক যতীন সরকার
বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ অধ্যাপক যতীন সরকার ১৯৩৬ সালের ১৮ আগস্ট নেত্রকোনার কেন্দুয়ার চন্দপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৫৫টির বেশি গ্রন্থ রচনা ও সম্পাদনা করেছেন এবং বাংলাদেশি সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
-
তাঁর প্রথম গ্রন্থ ‘সাহিত্যের কাছে প্রত্যাশা’ প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
-
মুক্তিযুদ্ধভিত্তিক আত্মজীবনী ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ (২০০৫) তাঁর একটি গুরুত্বপূর্ণ রচনা হিসেবে বিবেচিত।
-
অধ্যাপক যতীন সরকার ‘সমাজ অর্থনীতি ও রাষ্ট্র’ নামে তত্ত্বমূলক ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন।
-
তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সংসদের সভাপতি হিসেবে দুই মেয়াদ দায়িত্ব পালন করেছেন।
-
লেখক হিসেবে তিনি পেয়েছেন বিভিন্ন সম্মাননা, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:
-
স্বাধীনতা পুরস্কার (২০১০)
-
বাংলা একাডেমি সাহিত্য পদক (২০০৭)
-
প্রথম আলো বর্ষসেরা গ্রন্থ পুরস্কার (২০০৫), বিশেষ করে ‘পাকিস্তানের জন্ম-মৃত্যু দর্শন’ গ্রন্থের জন্য
-
-
এছাড়া তিনি ড. এনামুল হক স্বর্ণপদক, খালেকদাদ চৌধুরী সাহিত্য পুরস্কার, মনিরুদ্দীন ইউসুফ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য সম্মাননা লাভ করেন।
গত ১৩ আগস্ট, ২০২৫ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক যতীন সরকারের মৃত্যু ঘটে।
0
Updated: 1 month ago