যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট কে ছিলেন?
A
রিচার্ড নিক্সন
B
বিল ক্লিনটন
C
কেনেডি
D
ডোনাল্ড ট্রাম্প
উত্তরের বিবরণ
ডোনাল্ড জন ট্রাম্প যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ছিলেন। তিনি ২০ জানুয়ারি ২০১৭ থেকে ২০ জানুয়ারি ২০২১ পর্যন্ত দায়িত্ব পালন করেন। রিপাবলিকান পার্টির রাজনীতিবিদ হিসেবে তিনি এর আগে একজন সফল ব্যবসায়ী ও টেলিভিশন ব্যক্তিত্ব ছিলেন। তাঁর প্রশাসন “America First” নীতির জন্য পরিচিত, যেখানে দেশীয় অর্থনীতি, বাণিজ্য এবং সীমান্ত নিয়ন্ত্রণকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
অন্যান্য গুরুত্বপূর্ণ মার্কিন প্রেসিডেন্টরা:
-
জর্জ ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট।
-
রিচার্ড নিক্সন (১৯৬৯–১৯৭৪): ৩৭তম প্রেসিডেন্ট; “Watergate Scandal”-এর ঘটনায় জড়িয়ে পদত্যাগ করেন।
-
বিল ক্লিনটন (১৯৯৩–২০০১): ৪২তম প্রেসিডেন্ট; অর্থনৈতিক উন্নয়ন ও প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
-
জন এফ. কেনেডি (১৯৬১–১৯৬৩): ৩৫তম প্রেসিডেন্ট; “Cuban Missile Crisis”-এর সময় নেতৃত্ব দেন এবং ১৯৬৩ সালে ডালাসে আততায়ীর গুলিতে নিহত হন।
0
Updated: 9 hours ago
বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%?
Created: 3 months ago
A
পোল্যান্ড
B
ফিনল্যান্ড
C
কাজাকিস্তান
D
স্লোভাকিয়া
সাক্ষরতা
সাক্ষরতা মানে হচ্ছে পড়া-লেখা জানার পাশাপাশি বুঝতে পারা, কথা বলার ও লেখার মাধ্যমে নিজের ভাব প্রকাশ করতে পারা, যোগাযোগ করা এবং হিসাব-নিকাশ করার সক্ষমতা।
একটি দেশের উন্নতির জন্য সাক্ষরতা জ্ঞান খুবই গুরুত্বপূর্ণ।
বিশেষ তথ্য
বর্তমানে অ্যান্ডোরা, ফিনল্যান্ড, গ্রিনল্যান্ড, লিচেনস্টাইন, লুক্সেমবার্গ, নরওয়ে, ইউক্রেন, উজবেকিস্তান এবং উত্তর কোরিয়াতে সবাই ১০০% সাক্ষর।
উৎস:
i) U.S. Career Institute
ii) World Atlas
0
Updated: 3 months ago