Which sentence is correct?
A
He needs not go
B
He need not go
C
He do not need to go
D
He does not need go
উত্তরের বিবরণ
বাক্যটি “He need not go” সঠিক, কারণ “need” এখানে modal verb হিসেবে ব্যবহৃত হয়েছে। Modal verb হলে এর পরে “not” বসে এবং মূল ক্রিয়ার base form (go) ব্যবহৃত হয়— কোনো “s” বা “to” যুক্ত হয় না।
-
সঠিক বাক্য: He need not go. (তার যাওয়ার প্রয়োজন নেই।)
-
He needs not go ভুল, কারণ এখানে “need” auxiliary নয়, বরং ordinary verb হিসেবে ব্যবহৃত হয়েছে; তাই এতে “not” এর আগে “do/does” প্রয়োজন হতো।
-
He do not need to go আংশিকভাবে সঠিক হলেও “He does not need to go” হওয়া উচিত।
-
He does not need go ভুল, কারণ “need” ordinary verb হলে এর পরে “to” বসে।
0
Updated: 11 hours ago
Find the part of the sentence that contains an error:
Being always the best student, he is certainly the most excellent boy in the class.
Created: 2 months ago
A
Being always the best student
B
he is certainly
C
the most excellent
D
in the class
• সঠিক উত্তর: C) the most excellent
-
“the most excellent” ব্যবহারে ভুল হয়েছে কারণ “excellent” নিজেই একটি superlative adjective (অর্থ: “অত্যন্ত ভালো”)।
-
ইতিমধ্যেই যেকোনো adjective যদি superlative বা absolute হয়, তার আগে “most” ব্যবহার করা ভুল।
-
অর্থাৎ এখানে দুইবার superlative form ব্যবহার করা হয়েছে, যা অযৌক্তিক।
উদাহরণ Sentence:
Being always the best student, he is certainly the most outstanding boy in the class.
• অন্যান্য Options
-
A) Being always the best student
-
সঠিক participial phrase, যা subject (he)-কে modify করছে।
-
-
B) he is certainly
-
ব্যাকরণগতভাবে সঠিক structure।
-
-
D) in the class
-
সঠিক prepositional phrase, যা অবস্থান (location) নির্দেশ করছে।
-
📖 Source: Live MCQ Lecture
0
Updated: 2 months ago
Which one of the following sentences is correct?
Created: 1 month ago
A
She shared many useful advice with me.
B
She shared some useful advice with me.
C
She shared some useful adviceses with me.
D
She shared useful piece of advices with me.
Correct Sentence: She shared some useful advice with me.
-
Advice (Noun)
-
English Meaning: An opinion or a suggestion about what somebody should do in a particular situation
-
Bangla Meaning: উপদেশ; পরামর্শ
-
ব্যবহারবিধি:
-
Advice হলো uncountable noun, তাই এর আগে article (a, an) বসে না এবং plural form হয় না।
-
Plural করতে চাইলে singular হিসেবে লেখা হয় a piece of advice, আর plural হবে two pieces of advice।
-
-
ভুল অপশন বিশ্লেষণ:
ক) She shared many useful advice with me → ভুল। "Many" uncountable noun advice এর সাথে ব্যবহার করা যায় না।
গ) She shared some useful adviceses with me → ভুল। "Adviceses" ভুল, কারণ advice plural হয় না।
ঘ) She shared useful piece of advices with me → ভুল। "Piece of" singular হিসেবে ব্যবহার হলে a piece of advice হতে হবে, এখানে "advices" plural ব্যবহার করা হয়েছে।
0
Updated: 1 month ago
Choose the correct sentence?
Created: 2 weeks ago
A
He speaks English like English
B
He speaks the English like English
C
He speaks English like the English
D
He speaks the English like the English
0
Updated: 2 weeks ago