Time after twilight and before night-
A
Dawn
B
Dusk
C
Moonlite
D
Midnight
উত্তরের বিবরণ
“Time after twilight and before night” বাক্যাংশের সঠিক উত্তর হলো Dusk, কারণ এটি সূর্যাস্তের পর অল্প সময়ের একটি পর্যায় বোঝায়, যখন আকাশে এখনো হালকা আলো থাকে কিন্তু রাত পুরোপুরি নামে না।
-
Dusk মানে “গোধূলি” বা “সন্ধ্যার ঠিক পরের সময়।”
-
এটি twilight-এর দ্বিতীয় অংশ, যখন সূর্যের আলো মিলিয়ে যায় কিন্তু অন্ধকার পুরোপুরি নামে না।
-
Dawn মানে ভোর বা সূর্যোদয়ের আগে সময়, তাই এটি বিপরীতার্থক।
-
Moonlite কোনো স্বীকৃত শব্দ নয়; সঠিক শব্দ হবে moonlight, যার অর্থ চাঁদের আলো।
-
Midnight হলো রাতের মধ্য সময়, অর্থাৎ ১২টা বাজে।
-
তাই “time after twilight and before night”–এর একমাত্র সঠিক শব্দ হলো Dusk।
0
Updated: 11 hours ago
"A hot potato" means -
Created: 1 month ago
A
A heated dish
B
A controversial issue
C
A cooked vegetable
D
An easy task
সঠিক উত্তর হলো খ) A controversial issue।
A hot potato
-
বাংলা অর্থ: বিতর্কিত বা অসুবিধাজনক বিষয় বা ব্যাপার।
-
English Meaning: a controversial question or issue that involves unpleasant or dangerous consequences for anyone dealing with it।
অন্যান্য বিকল্পগুলো:
-
ক) A heated dish — আক্ষরিক অর্থে গরম খাবার বোঝায়, idiomatic অর্থ নয়।
-
গ) A cooked vegetable — শুধু রান্না করা সবজি বোঝায়; idiom-এর অর্থের সঙ্গে সম্পর্ক নেই।
-
ঘ) An easy task — সহজ কাজ বোঝায়, যা idiom-এর অর্থের বিপরীত।
অর্থাৎ, idiom “A hot potato” বোঝায় এমন একটি বিষয় যা সংবেদনশীল বা বিতর্কিত এবং যার সঙ্গে জড়ানো বিপজ্জনক বা অস্বস্তিকর হতে পারে।
0
Updated: 1 month ago
Before submitting the project, the manager asked her assistant to ______ the final draft for any errors.
Created: 2 months ago
A
look up
B
look into
C
look over
D
look after
Phrasal Verb: Look over
-
English Meaning: to quickly examine something
-
Bangla Meaning: পরিদর্শন করা; পরীক্ষা করা
ব্যবহার:
-
কোন বিষয়ে পরীক্ষা বা পরিদর্শন বোঝাতে look over ব্যবহৃত হয়।
Example Sentence:
-
English: Before submitting the project, the manager asked her assistant to look over the final draft for any errors.
-
Bangla: প্রজেক্ট জমা দেওয়ার আগে, ম্যানেজার তার সহকারীকে খসড়া কপিটি কোনো ভুল আছে কি না তা দেখে নিতে বললেন।
অন্যান্য Related Phrasal Verbs
-
Look after → দেখাশুনা করা
-
Look into → গভীর পর্যবেক্ষণ করা
-
Look upon → বিবেচনা করা
-
Look down upon → খারাপ দৃষ্টিভঙ্গি দেখা
-
Look up to → শ্রদ্ধা করা
-
Look out for → আশা করা বা খেয়াল রাখা
-
Look to → সতর্ক করা
-
Look on → বিবেচনা করা
-
Look up → অভিধানে খোঁজা বা তথ্য খোঁজা
-
Look in (on somebody) → অল্পক্ষণের জন্য দেখা করতে আসা
0
Updated: 2 months ago
‘The French’ refers to -
Created: 2 weeks ago
A
The French people
B
The French language
C
The French manners
D
The French society
0
Updated: 2 weeks ago