Bangladesh was _____ in 1971.
A
Liberated
B
Liberate
C
Liberating
D
Liberation
উত্তরের বিবরণ
বাক্যটি “Bangladesh was _____ in 1971”–এর সঠিক উত্তর হলো Liberated, কারণ এখানে passive voice ব্যবহৃত হয়েছে। Was + past participle (V3) গঠনটি passive sentence বোঝায়, যার অর্থ — “বাংলাদেশ ১৯৭১ সালে মুক্ত হয়েছিল।”
-
Liberated হলো verb liberate-এর past participle রূপ, যার অর্থ “to set free” বা “মুক্ত করা।”
-
সঠিক বাক্য: Bangladesh was liberated in 1971.
-
অন্য বিকল্পগুলো ভুল কারণ—
-
Liberate (V1) এখানে tense অনুযায়ী সঠিক নয়।
-
Liberating (V4/Present participle) continuous form বোঝায়, যা এখানে মানানসই নয়।
-
Liberation হলো noun, যা verb হিসেবে ব্যবহার করা যায় না।
-
-
তাই “was liberated” দ্বারা বোঝায় যে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
0
Updated: 11 hours ago
Choose the correct sentence:
Created: 1 month ago
A
My wife reminded me to go my appointment.
B
My wife reminded me of my appointment.
C
My wife reminded me to my appointment.
D
My wife reminded me my appointment.
Correct sentence: My wife reminded me of my appointment.
Remind someone of something/someone (phrasal verb)
-
English Meaning: To be similar to, and make someone think of, something or someone else
-
Bangla Meaning: স্মরণ/মনে করিয়ে দেওয়া
Examples:
-
This song reminds me of our wedding day.
-
Your hair and eyes remind me of your mother.
উৎস:
0
Updated: 1 month ago
Fill in the blank with the right form of verb:
I stopped _____ him last year.
Created: 1 month ago
A
saw
B
to see
C
seeing
D
see
Complete sentence: I stopped seeing him last year.
Bangla meaning: আমি গত বছর তার সঙ্গে দেখা করা ছেড়ে দিয়েছি।
-
Stop (verb):
-
Stop এর পরে gerund (-ing form) এবং infinitive (to + verb) দুটিই বসতে পারে, তবে অর্থ অনুযায়ী ব্যবহৃত হয়।
-
-
Stop + gerund:
-
অর্থ: কোনো কাজ সম্পূর্ণভাবে বন্ধ করা বা অভ্যাস শেষ করা।
-
Example: I stopped seeing him last year.
-
এখানে "last year" ইঙ্গিত দেয় যে দেখা করার অভ্যাস স্থায়ীভাবে শেষ হয়েছে, তাই gerund (seeing) ব্যবহার হয়েছে।
-
-
শূন্যস্থানে সঠিক শব্দ: seeing
-
-
Stop + infinitive:
-
অর্থ: ভ্রমণের সময় বা কোনো কার্যকলাপের সময় অল্প সময়ের জন্য বিরতি নেওয়া।
-
Example: I stopped to see him on my way back.
-
এখানে কাজটি সম্পূর্ণ বন্ধ হয়নি, বরং অল্প বিরতির উদ্দেশ্যে দেখা করা হয়েছে।
-
-
-
দ্রষ্টব্য: Stop এর পরে bare infinitive (see) বা past form (saw) ব্যবহার করা হয় না।
0
Updated: 1 month ago
What is the plural of ‘sheep’?
Created: 2 weeks ago
A
Sheepes
B
Sheeps
C
Sheep
D
Sheepses
0
Updated: 2 weeks ago