একটি বর্গাকার বাগানের চার পাশ ঘিরে ২ মিটার প্রস্থবিশিষ্ট একটি রাস্তা আছে। রাস্তাসহ বাগানের ক্ষেত্রফল ১৯৬ বর্গমিটার হলে, রাস্তার ক্ষেত্রফল কত?
A
৪ বর্গমিটার
B
৫২ বর্গমিটার
C
৬০ বর্গমিটার
D
৯৬ বর্গমিটার
উত্তরের বিবরণ
মনেকরি,
রাস্তাবাদে বর্গাকার বাগানের দৈর্ঘ্য ক মিটার
রাস্তাবাদে বর্গাকার বাগানের ক্ষেত্রফল = ক২ বর্গমিটার
রাস্তাসহ বর্গাকার বাগানের দৈর্ঘ্য (ক + ৪) মিটার
রাস্তাসহ বর্গাকার বাগানের ক্ষেত্রফল = (ক + ৪)২ বর্গমিটার
প্রশ্নমতে,
(ক + ৪)২ = ১৯৬
বা, ক + ৪ = √১৯৬
বা, ক + ৪ = ১৪
বা, ক = ১৪ - ৪
∴ ক = ১০
রাস্তার ক্ষেত্রফল = (ক + ৪)২- ক২
= (১০ + ৪)২ - ১০২
= ১৪২ - ১০২
= ১৯৬ - ১০০
= ৯৬ বর্গমিটার
0
Updated: 11 hours ago
একটি বর্গাকার জমির এক পাশের দৈর্ঘ্য ২২ ফুট হলে ঐ জমির ক্ষেত্রফল কত বর্গফুট?:
Created: 5 days ago
A
৮৮
B
৪৮৪
C
২২০
D
৪৮০
সমাধানঃ
বর্গাকার জমির ক্ষেত্রফল = (পাশ)²
= ২২²
= ২২ × ২২
= ৪৮৪ বর্গফুট
0
Updated: 5 days ago
একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ মিটার, ১৭ মিটার ও ২১ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 1 month ago
A
৭২ বর্গমিটার
B
৭৬ বর্গমিটার
C
৮৪ বর্গমিটার
D
৯৮ বর্গমিটার
প্রশ্ন: একটি বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে ১০ মিটার, ১৭ মিটার ও ২১ মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
সমাধান:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
এখানে,
s = (a + b + c)/২
= (১০ + ১৭ + ২১)/২
= ৪৮/২
= ২৪ মিটার
ক্ষেত্রফল = √{২৪ (২৪ - ১০)(২৪ - ১৭)(২৪ - ২১)}
= √(২৪ × ১৪ × ৭ × ৩)
= √৭০৫৬
= ৮৪ বর্গমিটার।
0
Updated: 1 month ago
একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ১০ সে.মি হরে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
Created: 1 week ago
A
৫০ বর্গ সে.মি.
B
২৫ বর্গ সে.মি.
C
১০০ বর্গ সে.মি.
D
৫ বর্গ সে.মি.
উ. খ) ২৫ বর্গ সেন্টিমিটার
প্রদত্ত ত্রিভুজটি একটি সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ, অর্থাৎ এতে দুটি বাহু সমান এবং একটি কোণ ৯০°। ধরা যাক, সমান বাহুগুলোর দৈর্ঘ্য প্রতিটি x সেন্টিমিটার। অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে ১০ সেন্টিমিটার।
পিথাগোরাসের সূত্র অনুযায়ী,
অতিভুজ² = (ভুজ₁)² + (ভুজ₂)²
অর্থাৎ,
10² = x² + x²
⇒ 100 = 2x²
⇒ x² = 50
⇒ x = √50 = 5√2
এখন ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করি—
ক্ষেত্রফল = ½ × ভূমি × লম্ব
= ½ × x × x
= ½ × (5√2) × (5√2)
= ½ × 25 × 2
= 25 বর্গ সেন্টিমিটার
অতএব, প্রদত্ত সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ২৫ বর্গ সেন্টিমিটার,
এবং সঠিক উত্তর হলো খ) ২৫ বর্গ সেন্টিমিটার।
0
Updated: 1 week ago