”মেনিমুখো” কোন সমাসের উদাহরণ?
A
কর্মধারয় সমাস
B
তৎপুরুষ সমাস
C
বহুব্রীহি সমাস
D
দ্বন্দ্ব সমাস
উত্তরের বিবরণ
• ”মেনিমুখো” মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ।
• মধ্যপদলোপী বহুব্রীহি:
- বহুব্রীহি সমাসের ব্যাখ্যার জন্য ব্যবহৃত বাক্যাংশের কোনো অংশ যদি সমস্তপদে লোপ পায়, তবে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন:
- বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর = বিড়ালচোখী,
- হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে = হাতেখড়ি।
- এমনি ভাবে ”গায়ে হলুদ”, ”মেনিমুখো” ইত্যদি।

0
Updated: 2 months ago
'রাজপুত্র' কোন সমাস?
Created: 1 month ago
A
কর্মধারয়
B
তৎপুরুষ
C
বহুব্রীহি
D
দ্বন্দ্ব
ষষ্ঠী তৎপুরুষ সমাস
সংজ্ঞা:
পূর্বপদের ষষ্ঠী বিভক্তি (–র, –এর) লোপ হয়ে যে সমাস গঠিত হয়, তাকে ষষ্ঠী তৎপুরুষ সমাস বলে।
উদাহরণ:
-
চায়ের বাগান → চাবাগান
-
রাজার পুত্র → রাজপুত্র
-
খেয়ার ঘাট → খেয়াঘাট
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)

0
Updated: 1 month ago
নিচের কোনটি ক্রিয়াজাত অনুসর্গ?
Created: 1 week ago
A
ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়।
B
মাথার উপরে নীল আকাশ।
C
কার কাছে গেলে জানা যাবে?
D
এমন কাজ তোমার দ্বারা হবে না।
অনুসর্গকে দুটি ভাগে ভাগ করা যায়: সাধারণ অনুসর্গ এবং ক্রিয়াজাত অনুসর্গ।
সাধারণ অনুসর্গ:
যেসব অনুসর্গ কোনো ক্রিয়ার সঙ্গে সম্পর্কিত না হয়ে অন্য শব্দ থেকে তৈরি হয়, সেগুলোকে সাধারণ অনুসর্গ বলা হয়।
-
উপরে: মাথার উপরে নীল আকাশ
-
কাছে: কার কাছে গেলে জানা যাবে?
-
জন্যে: হারানো ঘড়িটার জন্য অনেক কেঁদেছি
-
দ্বারা: এমন কাজ তোমার দ্বারা হবে না
-
বনাম: আজ বাংলাদেশ বনাম ভারতের খেলা
ক্রিয়াজাত অনুসর্গ:
যেসব অনুসর্গ সরাসরি কোনো ক্রিয়াপদ থেকে তৈরি হয়েছে, সেগুলোকে ক্রিয়াজাত অনুসর্গ বলা হয়।
-
করে: ভালো করে খেয়ে নাও
-
থেকে: ঢাকা থেকে বরিশাল যেতে পদ্মা নদী পার হতে হয়
-
দিয়ে: মন দিয়ে লেখাপড়া করা দরকার
-
ধরে: বহুদিন ধরে অপেক্ষা করে আছি
-
বলে: সে সঙ্গে যাবে বলে তৈরি হয়ে এসেছে

0
Updated: 1 week ago
'আলোছায়া' পদটি কোন সমাসের অন্তর্গত?
Created: 2 months ago
A
দ্বন্দ্ব সমাস
B
অব্যয়ীভাব সমাস
C
তৎপুরুষ সমাস
D
কর্মধারয় সমাস
দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ হলো সংঘাত বা বিবাদ। কিন্তু সমাসশাস্ত্রে দ্বন্দ্বের অর্থ “মিলন, জোড়া বা যুগল” বোঝায়। অর্থাৎ যে সমাসে সংযুক্ত প্রত্যেক পদের গুরুত্ব সমান থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলা হয়।
উদাহরণ:
-
জায়া + পতি = দম্পতি
-
ক্ষুধা + পিপাসা = ক্ষুৎপিপাসা
-
আলো + ছায়া = আলোছায়া
লক্ষ্য করুন, এই সমাসে পূর্বপদ ও পরপদের সম্পর্ক বোঝাতে সাধারণত ‘ও’, ‘এবং’, ‘আর’-এর মতো সংযোজক ব্যবহার করা হয়।
দ্বন্দ্ব সমাসের প্রধান প্রকার:
-
মিলনার্থক দ্বন্দ্ব
-
বিরোধার্থক দ্বন্দ্ব
-
বিপরীতার্থক দ্বন্দ্ব
-
অঙ্গবাচক দ্বন্দ্ব
-
বহুপদবিশিষ্ট দ্বন্দ্ব
-
সংখ্যাবাচক দ্বন্দ্ব
-
সমার্থক দ্বন্দ্ব
-
একশেষ দ্বন্দ্ব
-
অলুক দ্বন্দ্ব
-
নিপাতনে সিদ্ধ দ্বন্দ্ব
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

0
Updated: 2 months ago