A
সংস্কৃত বিশ্ববিদ্যালয়
B
শ্রীরামপুর মিশন
C
বঙ্গীয় সাহিত্য পরিষদ
D
বাংলা একডেমি
উত্তরের বিবরণ
• চর্যাপদ:
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন।
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুথি আবিষ্কার করেন।
- তাঁরই সম্পাদনায় ৪৭টি পদবিশিষ্ট পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা (১৯১৬) নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- তিনি পুথির সূচনায় একটি সংস্কৃত শ্লোক থেকে নামের যে ইঙ্গিত পান তাতে এটি চর্যাশ্চর্যবিনিশ্চয় নামেও পরিচিত হয়।
- তবে সংক্ষেপে এটি ‘বৌদ্ধগান ও দোহা’ বা ‘চর্যাপদ’ নামেই অভিহিত হয়ে থাকে।
- চর্যাপদ শুধু প্রাচীন বাংলা সাহিত্যেরই নিদর্শন নয়, প্রাচীন বাংলা গানেরও নিদর্শন।
- চর্যাপদের কবিরা হলেন সরহপা, শবরপা, লুইপা, ডোম্বীপা, ভুসুকুপা, কাহ্নপা, কুক্কুরীপা, মীনপা, আর্যদেব, ঢেণ্ঢনপা প্রমুখ।

0
Updated: 4 weeks ago
’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের লেখক কে?
Created: 4 weeks ago
A
রবীন্দ্রনাথ ঠাকুর
B
কাজী নজরুল ইসলাম
C
শামসুর রাহমান
D
নির্মলেন্দু গুণ
- ’সন্ধ্যা’ কাব্যগ্রন্থের রচিতা কাজী নজরুল ইসলাম।
- এই কাব্যগ্রন্থে তাঁর রচিত বিখ্যাত রণসংগীত অন্তর্ভুক্ত।
- জাগরণ, জীবন, যৌবন, তরুণের গান, চল্ চল্ চল্, ভােরের সানাই ইত্যাদি কবিতা এই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
-----------------------------
• কাজী নজরুল ইসলাম:
• কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
• নজরুলের ডাক নাম ছিল 'দুখু মিয়া'।
• বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি 'বিদ্রোহী কবি' এবং আধুনিক বাংলা গানের জগতে 'বুলবুল' নামে খ্যাত।

0
Updated: 4 weeks ago
“দিগ্দর্শন” সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন?
Created: 2 weeks ago
A
জন ক্লার্ক মার্শম্যান
B
ভবানীচরণ ব্যানার্জি
C
জেমস অগাস্টাস হিকি
D
জেমস সিল্ক বাকিংহাম
দিগ্দর্শন
-
বঙ্গভূমিতে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্রিকা
-
প্রকাশক: শ্রীরামপুরের ব্যাপ্টিস্ট মিশন
-
সম্পাদক: জন ক্লার্ক মার্শম্যান (বিখ্যাত খ্রিস্টান ধর্মপ্রচারক জোশুয়া মার্শম্যানের পুত্র)
-
প্রকাশকাল: প্রথম সংখ্যা ১৮১৮ সালের এপ্রিল
-
নামপত্রে উল্লেখ: “যুবলোকের কারণে সংগৃহীত নানা উপদেশ”
-
ধরণ: মাসিক পত্রিকা

0
Updated: 2 weeks ago
নিম্নে কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম?
Created: 4 weeks ago
A
নীহারিকা দেবী
B
শ্রীমতী মধ্যমা
C
অনিলা দেবী
D
সুমিত্রা দেবী
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম= শ্রীমতী মধ্যমা।
• রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম:
- রবীন্দ্রনাথ ঠাকুর নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন।
- এগুলো হলো:
- ভানুসিংহ ঠাকুর;
- অকপটচন্দ্র ভাস্কর;
- আন্নাকালী পাকড়াশী;
- দিকশূন্য ভট্টাচার্য;
- নবীনকিশোর শর্মণ;
- ষষ্ঠীচরণ দেবশর্মা;
- বাণীবিনোদ বিদ্যাবিনোদ;
- শ্রীমতী কনিষ্ঠা;
- শ্রীমতী মধ্যমা;
অন্যদিকে,
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম 'অনিলা দেবী'।
- 'অচিন্ত্যকুমার সেনগুপ্ত' এর সাহিত্যিক ছদ্মনাম- 'নীহারিকা দেবী'।
- মহাশ্বেতা দেবীর ছদ্মনাম- সুমিত্রা দেবী।

0
Updated: 4 weeks ago